রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে সাপের কামড়ে দুইজনের মৃত্যু : আহত ১৫

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর দোলাপাড়া গ্রামে গত সাত দিনে বিষাক্ত সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের শিকার হয়েছে আশপাশের কয়েকটি গ্রামের আরো ১৫ জন। বিষাক্ত সাপের কামড়ে আজ শুক্রবার একটি ছাগলও মারা গেছে। এদিকে ভক্তিপুর দোলাপাড়াসহ আশেপাশের দশ গ্রামের মানুষ সাপ আতঙ্কে রয়েছে। গত শনিবার থেকে আজ শুক্রবার সাপের কামড়ের ঘটনা ঘটে।

আজ শুক্রবার দুপুরে সরেজমিনে রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর দোলাপাড়া গ্রামে গিয়ে জানা যায়, স্থানীয় হাছেন আলীর ছেলে সালাউদ্দিন সাপের কামড়ে রবিবার মারা যায়। এঘটনার তিনদিন পার না হতেই বুধবার একই গ্রামে আলম মিয়ার অষ্টম শ্রেণি পড়–য়া ছেলে রানা মিয়া রাতে ঘুমাতে গিয়ে নিজ ঘরে সাপের কামড়ের শিকার হয়। আক্রান্ত রানাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলেও ভ্যাকসিনের অভাবে তার সুচিকিৎসার না হওয়ায় তারও মৃত্যু হয়।

এদিকে গত সাত দিনে ভক্তিপুর দোলাপাড়াসহ খাপুর, চূহড়, গাচুয়াটারী গ্রামে তাজনগর, বিশ্বনাথ খাপুরসহ বেশ কয়েকটি গ্রামে অন্তত ১৫ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দোলাপাড়া গ্রামে লোকমান, আলম মিয়া, আব্দুর রউফ, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম, বকুল মিয়া, চূহড় গ্রামের জিন্নাহ্ আলী, বিশ্বনাথ খাপুর গ্রামের রাশেদা বেগম এর নাম জানা গেছে। আহতরা ইতোমধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বিভিন্ন কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এসব গ্রামে এখন সাপ আতঙ্ক বিরাজ করছে।

মৃত. রানা মিয়ার মা রানু বেগম ও বাবা আলম মিয়া বলেন, ‘হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত ঔষধ নেই। ভ্যাকসিনের অভাবে তার ছেলের অকাল মৃত্যু হয়েছে।’
ভক্তিপুর দোলাপাড়া গ্রামের পল্লীচিকিৎসক গোলজার হোসেন বলেন, ‘সাপের আতঙ্কে গ্রামের মানুষ বাসা ছেড়ে বাহিরে থাকছে। সাপের ছোবলে দুই যুবকের মৃত্যু হয়েছে। আরো অনেকে কামড়ে আক্রান্ত হয়েছে। হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন নাই, একারণে গ্রামের মানুষের মনের মধ্যে ভয় কাজ করছে।

স্থানীয় রানীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩