রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আগামীর পৃথিবীর’ জন্য বিজ্ঞানীদের কৌশলপত্র

62aa7a9894c3edc8acb81819ed44268e-Untitled-4আন্তর্জাতিক ডেস্ক :জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর বিভিন্ন প্রভাব মোকাবিলায় টেকসই সমাধানের জন্য কাজ করতে হবে। আর তাই বিভিন্ন শাখার বিজ্ঞানীরা কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ-সংবলিত বৈশ্বিক কৌশল নির্ধারণ করেছেন। ‘ভবিষ্যতের পৃথিবী’ শীর্ষক ওই কৌশলপত্র অনুসরণের মাধ্যমে জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কৌশলপত্রটি তৈরির সময় ৭৪টি দেশের মানুষ অনলাইনে মতামত দিয়েছে। গত বৃহস্পতিবার স্ট্র্যাটেজিক রিচার্স এজেন্ডা নামের এ কৌশলপত্রটি ফিউচার আর্থ ডট অর্গ নামের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিভিন্ন দেশের ওই বিজ্ঞানীরা ‘সবার জন্য পানি, জ্বালানি ও খাবার’ এবং কার্বন নির্গমন প্রতিরোধসহ মোট আটটি বৈশ্বিক চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন। নীতিনির্ধারক এবং তহবিল জোগানদাতাদের ভূমিকার গুরুত্ব সম্পর্কেও ওই কৌশলপত্রে উল্লেখ করা হয়েছে। ‘ভবিষ্যতের পৃথিবী’ প্রকল্পের বিজ্ঞান কমিটির সহপ্রধান বেলিন্ডা রেয়ার্স বিবিসিকে বলেন, তাঁরা সারা বিশ্বের বিজ্ঞানীদের নিয়ে একটি বৈশ্বিক গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনের পথে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছেন। পাশাপাশি তাঁরা বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন। কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য কী ধরনের বৈজ্ঞানিক পরিকল্পনা প্রয়োজন, তা এই গবেষণায় গুরুত্ব পাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) প্রধান বিজ্ঞানী রেয়ার্স বলেন, কৌশলপত্রে টেকসই উন্নয়নের জন্য আটটি চ্যালেঞ্জ বা করণীয় নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে সবার জন্য পানি, জ্বালানি ও খাবার সরবরাহ করা; আর্থসামাজিক ব্যবস্থা থেকে কার্বন নির্গমন দূর করা; স্থল, স্বাদু পানি ও সামুদ্রিক প্রাকৃতিক সম্পদের সুরক্ষা করা; স্বাস্থ্যকর, বসবাসযোগ্য ও উৎপাদনমুখী শহর নির্মাণ করা; টেকসই গ্রামীণ উন্নয়ন; মানুষের স্বাস্থ্যের উন্নয়ন; টেকসই ভোগ ও উৎপাদনকে উৎসাহিত করা এবং ভবিষ্যতের বিভিন্ন হুমকি সম্পর্কে সামাজিক সচেতনতা তৈরি করা। জাতিসংঘের রূপরেখার আওতায় বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যেই এই কৌশলপত্র তৈরি করা হয়েছে।

টেকসই উন্নয়নের ধারণা বলতে বর্তমান প্রয়োজনগুলো মেটানোর লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের সামর্থ্য ও প্রয়োজনীয়তায় কোনো ধরনের ছাড় না দিয়ে সার্বিক উন্নয়ন অর্জন করাকে বোঝায়। রেয়ার্স বলেন, গত ২০ বছরে টেকসই উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণায় যেসব বিনিয়োগ করা হয়েছে, তার অধিকাংশই ছিল অসামঞ্জস্যপূর্ণ বা খণ্ডিত। এখন ভবিষ্যৎ নিয়ে সচেতনতা অনেক বেড়েছে। পৃথিবীতে আগামী কয়েক দশকে ৯০০ থেকে এক হাজার ১০০ কোটি মানুষ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলো নিয়ে ভাবা হচ্ছে। এখনকার চেয়ে বেশি উষ্ণ এবং অজানা পরিবেশে কীভাবে তাদের খাবারের সংস্থান করা হবে, সেটাও বড় এক চিন্তার বিষয়।

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি