সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের উদ্ভাবিত প্রাকৃতিক হিমাগারের উদ্বোধন হয়ে গেল রাজশাহীতে

7_110734বাঁশের তৈরি স্বল্পব্যয়ের প্রাকৃতিক হিমাগারের উদ্বোধন করা হবে আজ। সকালে নগরীর চকপাড়া আঁকাফুজি গবেষণা নার্সারিতে এ প্রাকৃতিক হিমাগারের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। প্রাকৃতিক পদ্ধতির এ হিমাগার তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক এম মনজুর হোসেন। তার এ উদ্ভাবনের জন্য অর্থায়ন করেছেন বাংলাদেশ ব্যাংক। হিমাগার তৈরিতে নগরীর মুশরইল এলাকার মিছের আলী নামে একজন ঘরামি কাজ করেছেন। তিনিই খড়ের ছাউনি ও ভেতরের বাঁশের কাজ করেছেন। তিনি বলেন, ছাউনির জন্য চিকন উলুখড় আনা হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে আর বাঁশ আনা হয়েছে রংপুর থেকে। এ বাঁশের তৈরি প্রাকৃতিক হিমাগারটি আরেক ধরনের প্রযুক্তি বাতাসের আর্দ্রতা টেনে শুষে নেবে।

 

৩০০ টন ধারণক্ষমতার এ হিমাগার তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ১৪ লাখ টাকা। যেখানে প্রচলিত পদ্ধতিতে হিমাগার তৈরিতে ব্যয় প্রায় আড়াই কোটি টাকা। বিদ্যুতের কোনো প্রয়োজনই পড়বে না। জলীয় বাষ্পের সাধারণ ধর্মকেই কাজে লাগিয়ে ঘর ঠান্ডা রাখা হবে। দেশে আদা ও পেঁয়াজের কোনো সংরক্ষণাগার নেই। এজন্য কৃষকের ঘরে পেঁয়াজ ও আদা ৬০ শতাংশ নষ্ট হয়ে যায়। সংরক্ষণ করতে পারলে আর পেঁয়াজ ও আদা আমদানি করতে হবে না। এ হিমাগার থেকে কৃষক পেঁয়াজ থেকে ১০০ শতাংশ ও আদা থেকে ২০০ শতাংশ মুনাফা করতে পারবেন। এছাড়াও এক মাসের জন্য মরিচ, বেগুন, ফুলকপি ও বাঁধাকপি সংরক্ষণ করা যাবে। উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক এম মনজুর হোসেন জানান, ২৮ এপ্রিল থেকে হিমাগার তৈরির কাজ শুরু হয়। ৩০০ টন ধারণক্ষমতাসম্পন্ন তিনতলা বিশিষ্ট এ হিমাগারের আয়তন এক হাজার ৭০০ বর্গফুট। বাইরের আয়তন ৬০ বাই ৩০ ফুট। আর ভেতরের ৫৮ বাই ২৮ ফুট। তৈরির উপকরণ হচ্ছে বাঁশ, খড়, টালি, বালি ও সিমেন্ট। এর মধ্যে বাঁশ হচ্ছে ৬০ ভাগ। ১২ ভাগ খড় আর বাকি অংশ ইট-বালি-সিমেন্ট। হিমাগারের ছাউনি দেয়া হয়েছে খড়ের। দেয়াল তৈরি করা হয়েছে ইট দিয়ে। দেয়াল প্লাস্টার না করে তার ওপরে টালি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, স্বল্প খরচে এ হিমাগারে কৃষক ফসল সংরক্ষণ করতে পারবেন। ৮৫ কেজির এক বস্তা আলু এখন হিমাগারে রাখতে কৃষকের ৩৫০ টাকা লাগে, সেখানে এ হিমাগারে কৃষক মাত্র ১০০ টাকায় এক বস্তা আলু রাখতে পারবেন।

-alokitobangladesh

এ জাতীয় আরও খবর

অঝোরে কাঁদলেন অভিনেত্রী মেহজাবীন

ডাম্বুলা থান্ডার্সের বিদেশি আইকন মুস্তাফিজ

ফরিদপুরের সেই ঘটনায় শ্রমিকরা আগুন দেননি : তদন্ত কমিটি

তথ্যপ্রযুক্তিতে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ : পলক

এমভি আবদুল্লাহর দায়িত্ব নিতে ২৩ নাবিক কুতুবদিয়ার পথে

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন ৫ জুন

সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী

দুই দিনের সফরে কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু

কলেজে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা

ট্রাক থেকে মুরগি নামালেই চাঁদা দিতে হয় : সাঈদ খোকন

ডোনাল্ড লু’র সফরে ভিসানীতি সহজীকরণে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

হাজিদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান