শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এডভোকেসী সভায় মেয়র মোঃ হেলাল উদ্দিন

DSC09049আগামী ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবছর পৌর এলকার বিভিন্ন টিকাদান কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুদের কে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি সফল করার লক্ষে এক এডভোকেসি সভা গতকাল সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্তিত করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন। সভায় হাম-রুবেলার রোগের বিভিন্ন ক্ষতিকারক দিক, এর উপসর্গর ও টিকাদান কর্মসূচির গুরুত্ত ও কার্যক্রম সম্পর্কে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা.নারায়ণ চন্দ্র দাস। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা মুজিবর রহমান বাবুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব, পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, জেলা তথ্য অফিসার তারিক মাহমুদ, ইসলামী ফাউন্ডেশন উপ পরিচালক মোঃ আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু হুরাইরাহ, এমসিএইচ এন্ড ইমোনাইজেশন অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, স্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম. মোঃ রেজাউল করিম, সিবিও সভাপতি গীতা রানী ঋষী প্রমুখ। সভায় মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, শিশুদের মারাত্বক দুটি রোগ হাম ও রুবেলার প্রকোপ কমিয়ে আনার লক্ষে, হাম দূরীকরণ ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু করেছে। পোলিও নির্মূল অভিযানের সাফল্যের সূত্র ধরে বর্তমানে বিশ্বের রাষ্ট্র সমূহের মত  হাম ও রুবেলা রোগ-এর ফলে মৃত্যু ঝুঁকি কমিয়ে পর্যাক্রমে রোগ নির্মূলের জন্য বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ততার সাথে কাজ করছে। আমাদের ভবিষ্যত প্রজন্ম শিশুদের জীবনের নিরাপত্তার জন্য সমাজের সকলকেই এই টিকাদান কর্মসূচি সফল করতে কার্যকর ভুমিকা রাখতে হবে। উল্লেখ্য ২৫ থেকে ৩০ জানুয়ারি পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী প্রায় ৪২ হাজার  শিশুকে  হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ১ ফেব্রুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত পৌর এলাকার ১২ টি ওয়ার্ডের ৬০ টি টিকাদান কেন্দ্রে আরো ৩০ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। এ বছর সর্বমোট ৭২ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। পাশাপাশি ০ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ২ ফোঁটা পোলিও  টিকা খাওনো হবে। এ ক্যম্পেইন বাস্তবায়নের জন্য নার্স, পৌর টিকাদান কর্মী, এনজিও ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩