বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

image_1006_150850ক্যাম্পাস প্রতিবেদক:পানি মানুষের জীবনের জন্য আবশ্যক প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৩ থেকে গুরুত্বপূর্ণ, বহুনির্বাচনী প্রশ্নোত্তর ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্নোত্তর

প্রশ্ন : ছাঁকন কী?
উত্তর : পুকুর, খাল, বিল ও নদীর পানিতে কাদা ও ময়লা মিশে থাকে। পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে এ পানি পরিষ্কার করার পদ্ধতিকে ছাঁকন বলে।

প্রশ্ন : থিতানো কী?
উত্তর : নদী বা পুকুরের পানিকে কলস বা পাত্রে রাখলে নিচে তলানি পড়ে এবং ওপরের পানি পরিষ্কার হয়। ওপরের এ পরিষ্কার পানি আলাদা করার পদ্ধতিকে থিতানো বলে।

প্রশ্ন : নদী বা পুকুরের পানি জীবাণুমুক্ত করার উপায় কি?
উত্তর : নদী বা পুকুরের পানিকে একটি পাত্রে নিতে হবে। পাত্রের পানিকে চুলার ওপর রেখে ফোটাতে হবে। পানি ফুটতে শুরু করার পর আরো ২০ মিনিট ফোটাতে হবে। এ কারণে পানিতে থাকা সব জীবাণু মরে পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত হবে।

রচনামূলক প্রশ্নোত্তর

প্রশ্ন : বৃষ্টি কিভাবে হয় বুঝিয়ে লিখ।
উত্তর : পুকুর, খাল, বিল, নদী ও সাগরের পানি সূর্যতাপে বাষ্প হয়ে আকাশে উঠে যায়। আকাশে তা ঠা-া হয়ে ছোট ছোট পানিকণায় পরিণত হয়। ছোট ছোট পানিকণা আকাশে ভেসে বেড়ায়। এটাই মেঘ। ছোট ছোট পানিকণা একসঙ্গে হয়ে বড় পানিকণায় পরিণত হয়। বড় পানিকণা আকাশে ভেসে থাকতে পারে না। ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে। এটিই বৃষ্টি।

প্রশ্ন : পানি দূষণের ফলে কী হয়_আলোচনা কর।
উত্তর : পানি মানুষের জীবনের জন্য আবশ্যক। কিন্তু দূষিত পানি জীবনের জন্য খুব ক্ষতিকর। এগুলো হলো_
১. দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, জ-িস, ডায়রিয়া রোগ হতে পারে। এ ছাড়া পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
২. আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ে এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয়, যা আর্সেনিকোসিস রোগ নামে পরিচিত। এ রোগের সহজ কোনো চিকিৎসা নেই।

প্রশ্ন : নিরাপদ পানি পেতে পানি শোধনের দুটি পদ্ধতি বর্ণনা কর।
উত্তর : পানি পুরোপুরি নিরাপদ পেতে পানি শোধনের দুটি ভালো পদ্ধতি হলো_
১. পানি ফোটানো
২. রাসায়নিক পদার্থ মিশিয়ে পানি বিশুদ্ধকরণ।

নিচে পদ্ধতি দুটো বর্ণনা করা হলো_
পানি ফোটানো : পুকুর, নদীর পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে চাইলে পানিকে ফোটাতে হবে। পানি ফুটতে শুরু করার পর আরো ২০ মিনিট তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়। এরপর পানিকে ঠা-া করে ছেঁকে নিলে তা পান করার জন্য নিরাপদ হয়।

রাসায়নিক পদার্থ মিশিয়ে পানি বিশুদ্ধকরণ : অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফোটানো সম্ভব হয় না। তখন ফিটকিরি, বিস্নচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি পরিমাণমতো মিশিয়ে পানিকে জীবাণুমুক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে গর্তে মিলল দুই শিশুসহ তিনজনের মরদেহ

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে : সিইসি

আজিজের ওপর নিষেধাজ্ঞা ভিসানীতির অধীনে নয় : পররাষ্ট্রমন্ত্রী

মাঝ আকাশেই সিঙ্গাপুরগামী বিমানে প্রবল ঝাঁকুনি, নিহত ১

উপজেলা নির্বাচনেও জনগণের সায় নেই : মির্জা ফখরুল

রাইসির জানাজায় লাখো মানুষের ঢল

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৮২ কোটি ৪০ লাখ টাকার সয়াবিন তেল কিনবে সরকার

বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে এক মিনিট নীরবতা, ক্ষুব্ধ ইসরায়েল

ওপেনিংয়ে লিটন নাকি সৌম্য, যুক্তরাষ্ট্রের একাদশে কারা

নাশকতার মামলায় জামায়াত নেতা আজহারের কারাদণ্ড