শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগপত্র জমা দিলেন মন্ত্রীরা


Ministerনির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের অংশ হিসেবে মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কয়েকদিন আগেই মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়া শুরু হয়। মন্ত্রিসভার বাকি সদস্যরাও সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের পদত্যাগ জমা দিয়েছেন।

পিআইডির কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৫২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভার অনেক সদস্য আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। বাকিরা সবাই সোমবারের মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

বৈঠকের আগে দফতরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী ড: আবদুর রাজ্জাক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ ও বনমন্ত্রী ড: হাছান মাহমুদ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে জানা যায়।

আজ সকালে প্রথমে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রথমে তার পদত্যাগপত্র জমা দেন। এরপর অন্য মন্ত্রীরাও তাদের পদত্যাগপত্র জমা দেন।

এদিকে কিছুক্ষণ আগে সচিবালয়ে শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে যারা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় থাকবেন, তাদের পদত্যাগপত্রগুলো গ্রহণ করা হবে না বলে জানা গেছে।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সাতদিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী বলেন, “আমাদের দায়িত্ব পদত্যাগপত্র জমা দেয়া, তাই আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত গ্রহণ করেননি ততদিন পর্যন্ত আমরা মন্ত্রী হিসেবে থাকবো। আর যেদিন প্রধানমন্ত্রী তা গ্রহণ করবেন এরপর থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দায়িত্বে থাকতে পারবেন না।”

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩