শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবামার নৈশভোজে উপোস নরেন্দ্র মোদি : মিশেল ছিলেন অনুপস্থিত

1412076700.বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসায়িক এবং রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার মিশন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর করছেন। তার এই পাঁচ দিনে যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠকের পাশাপাশি সেখানকার বিখ্যাত সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারদের সাথেও বৈঠকে মিলিত হন। এর মধ্যে গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দেয়া ব্যক্তিগত নৈশভোজে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধর্মীয় রীতি অনুযায়ী উপোস পালন করছেন মোদি। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত মোদির সম্মানে গত সোমবার হোয়াইট হাউসে এই নৈশভোজের আয়োজন করেন ওবামা। গতকাল  মঙ্গলবার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয়। হোয়াইট হাউসের দক্ষিণ ফটকে মোদিকে স্বাগত জানান ওবামা। তিনি মোদির মাতৃভাষায় (গুজরাটি ভাষা) ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, কেম ছো (কেমন আছেন)? হোয়াইট হাউসের বল রুমে অনানুষ্ঠানিক পরিবেশের এই নৈশভোজে দুই দেশের ২০ জনের মতো সদস্য অংশ নেন। ওবামার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুশান রাইস প্রমুখ। অপর দিকে মোদির সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত এস জয়শঙ্কর প্রমুখ। আলোচিত এই নৈশভোজে উপস্থিত থাকার রীতি থাকলেও অনুপস্থিত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। নৈশভোজে ওবামা ও মোদির মধ্যে পারস্পরিক আলোচনার প্রথম সুযোগ সৃষ্টি হয়। ধর্মীয় রীতিতে নয় দিনের উপবাসে ছিলেন মোদি। প্রতিবছর এই সময় তিনি উপবাস পালন করেন। উপবাসে থাকায় ওবামার দেয়া নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী কেবল চা ও লেবুর শরবত পান করেছেন। মোদি-ওবামার সাক্ষাৎ উপলক্ষে হোয়াইট হাউসের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরা। এর আগে গত সোমবার নরেন্দ্র মোদি নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনের সাথে দেখা করেন। এর পর তিনি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সাথে বৈঠক করেন, যার মধ্যে অন্যতম একজন ছিলেন বিখ্যাত বোয়িং কোম্পানি জেমস ম্যাকনারনে। শিকাগো-ভিত্তিক এই বোয়িং কোম্পানি ভারতে তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড বিস্তৃত করতে আগ্রহী। এই কোম্পানি ইতোমধ্যেই ভারতের সাথে দশটি সামরিক বিমান সরবরাহের একটি চুক্তি সম্পাদন করেছে। ইকোনোমিক টাইমসের মতে, ভারতের সাথে এটাই যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির বৃহত্তম প্রতিরক্ষা বিষয়ক চুক্তি। নিউ ইয়র্কে মোদি এ ছাড়াও গোল্ডম্যান, আইবিএম, জেনারেল ইলেকট্রিক, ব্লাকরক এবং কেকেআর-এর মতো প্রতিষ্ঠানের কর্ণধারদের সাথে ব্যক্তিগত পর্যায়ে বৈঠক করেন।নিউ ইয়র্কে ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনার পাশাপাশি নরেন্দ্র মোদি ক্লিনটন দম্পতির সাথে একটানা ৪৫ মিনিট ধরে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন জানান, এ সময় বিল ক্লিনটন এবং তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ভারতের বিখ্যাত নদী গঙ্গার তলদেশ পরিষ্কার করার ব্যাপারে মোদির উদ্যোগের বিষয়ে জানতে চান। সারা বিশ্বে গঙ্গা নদীকে সবচেয়ে বেশি দূষিত নদী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।এ সময় হোয়াইট হাউস ভবনের বাইরে বিক্ষোভ করেন কাশ্মীরি ও শিখরা। এ ছাড়াও গুজরাট দাঙ্গার প্রতিবাদেও বিক্ষোভ করা হয়। মোদির আগমনকে কেন্দ্র করে হোয়াইট হাউসসহ সংশ্লিষ্ট এলাকায় নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। মোদির এই সফরের মধ্যদিয়ে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। বিবিসি, রয়টার্স, এএফপি।

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার