শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন উদ্যমে ব্রাহ্মনবাড়িয়ায় বিএনপি

20140921_131757আরাফাত আহমেদ : আগামীকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আসছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবারের মহাসমাবেশকে ঘিরে স্থানীয় বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা পুরোপুরি তৈরি। তারা মনে করেন বর্তমান সরকারের বিরুদ্ধে স্মরণকালের মহাসমাবেশ হবে ব্রাহ্মণবাড়িয়ায়। তাই পুরো জেলাকে সাজিয়েছেন নতুন সাজে।
বেগম খালেদা জিয়া বিকাল ৩টায় জেলা বিএনপি আয়োজিত নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে খুন-গুম, দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও জুলুম নির্যাতনের প্রতিবাদ, সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ এবং অবিলম্বে অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিশাল জনসভায় ভাষণ দেবেন।
আশুগঞ্জ টোলপ্লাজা হতে কুমিল্লা সিলেট মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মো. উচ্চ বিদ্যালয় পর্যন্ত শতাধিক তোড়ন নির্মাণ করা হয়েছে।এছাড়া ব্রাহ্মনবাড়িয়া সদর ছেয়ে গেছে নেত্রীকে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাগতম জানানো রংবেরঙ এর বর্ণিল ব্যানারে।নিয়াজ মো. উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশকে ঘিরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তবে গত ২/৩ দিন ধরে টানা বৃষ্টির কারণে চিন্তিত জোটের নেতাকর্মীরা। মাঠের ভিতর জমে থাকা পানি ও কাঁদা দ্রুত পরিষ্কার করা হচ্ছে। আবহাওয়া এমন থাকলে কী হবে এমন চিন্তায় রয়েছেন তারা।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম খোকন জানান, জেলায় নেত্রীর এই সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি দুই লাখ লোকের এক ঐতিহাসিক সমাগম ঘটবে এ সমাবেশে। তবে টানা বৃষ্টির কারণে আমরা চিন্তিত। বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা এই নিয়ে  আমরা ভাবছি।নেত্রীর আগমনকে কেন্দ্র করে এখন পুরো জেলা জুড়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কাজে ব্যস্ত তাই হরতালে কোনো প্রকার মিছিল কিংবা পিকেটিং করা হচ্ছে না। মহাসমাবেশকে সফল করতে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল শিথিল করা হয়েছে।
জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। 

 

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার