সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৭ সালের বারো মাসের ১২ টি উল্লেখযোগ্য ঘটনা

news-image

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, নির্বাচনের পর এখনও জার্মানিতে সরকার গঠিত না হওয়া, ব্রেক্সিট আলোচনা শুরু, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা – এ সবই ২০১৭ সালের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা৷

জানুয়ারি
ছবিটি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিন (২০ জানুয়ারি) তোলা৷ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিদায় জানাচ্ছেন তিনি৷ যৌন হয়রানিসহ নানান অভিযোগ থাকা সত্ত্বেও অধিকাংশ জরিপের ফল উলটে বিশ্বকে চমকে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্যবসায়ী কাম টিভি তারকা ডোনাল্ড ট্রাম্প৷

ফেব্রুয়ারি
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ১৫ ফেব্রুয়ারি ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ বা পিএসএলভি সি-৩৭ রকেটে করে সফলভাবে একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে, যা একটি রেকর্ড৷ এর আগে একটি রকেটে করে একসঙ্গে এতগুলো উপগ্রহ মহাকাশে প্রেরণের ঘটনা ঘটেনি৷

মার্চ
২৯ মার্চ ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার প্রক্রিয়া শুরু করে৷ ২০১৬ সালের জুনে এক গণভোটে ভোটাররা ইইউ থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেন৷ দু’বছরের মধ্যে বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হওয়ার কথা৷ ইইউ-র লিসবন চুক্তির সনদ ৫০ অনুযায়ী কোনো সদস্য দেশ ইইউ ত্যাগ করতে পারে৷ ছবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মেকে আবেদনপত্রে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে৷

এপ্রিল
ক্ষমতার রাশ পাকাপাকিভাবে নিজের হাতে তুলে নিতে ১৬ এপ্রিল সংবিধান পরিবর্তন সংক্রান্ত গণভোটের আয়োজন করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান৷ গণভোটের ফল তাঁর পক্ষে যায়৷ ইউরোপীয় ইউনিয়নের নেতৃবর্গ এর্দোয়ানের এই সংকীর্ণ জয় সম্পর্কে বিশেষ প্রতিক্রিয়া প্রদর্শন না করলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে টেলিফোন করে তাঁকে অভিনন্দন জানান৷

মে
নেপোলিয়নের পর ফ্রান্সের সবচেয়ে কমবয়সি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এমানুয়েল মাক্রোঁ৷ ৭ মে অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে তাঁর জয় নিশ্চিত হয়৷ মাক্রোঁর জয়ে ইউরোপপন্থিদের মধ্যে স্বস্তি দেখা গেছে৷ কারণ তিনি পরাজিত হলে চরম দক্ষিণপন্থি নেত্রী ল্য পেন প্রেসিডেন্ট হতেন৷

জুন
আধুনিক জার্মানির ইতিহাসের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রাক্তন চ্যান্সেলর হেলমুট কোল ১৬ জুন পরলোকগমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷ দুই জার্মানির পুনরেকত্রীকরণে বিশাল অবদানের জন্য তিনি ‘পুনর্মিলনের চ্যান্সেলর’ বলেও পরিচিত ছিলেন৷ এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের পেছনেও তাঁর বেশ অবদান ছিল৷

জুলাই
জার্মানির হামবুর্গ শহরে বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি অর্থনীতির দেশের সংগঠন জি-টোয়েন্টির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ৭ এবং ৮ জুলাই৷ সম্মেলনে উপস্থিত শীর্ষ নেতারা প্রতিবাদকারীদের অর্থহীন হিংসার তীব্র নিন্দার ক্ষেত্রে ঐক্য দেখালেও জলবায়ু সংরক্ষণ ও বাণিজ্যের ক্ষেত্রে বিবাদ মেটাতে পারেননি৷

আগস্ট
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর উপর হামলার অভিযোগ এনে দেশটির সামরিক বাহিনী ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনসহ তাদের ঘরবাড়ি, গ্রাম পোড়ানো শুরু করে৷ রোহিঙ্গাদের উপর নির্যাতনকে ‘জাতিগত নিধন’ বলেছে জাতিসংঘ৷ নিপীড়ন থেকে বাঁচতে এখন পর্যন্ত সাড়ে ছয় লক্ষের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে গেছে৷ ছবিতে বাংলাদেশে রোহিঙ্গাদের শিবির দেখা যাচ্ছে৷

সেপ্টেম্বর
২৪ সেপ্টেম্বর জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দল সবচেয়ে বেশি ভোট পেলেও শরণার্থী নীতির কারণে অনেক ভোট হারায়৷ শরণার্থী বিরোধী দল এএফডি তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে৷ তবে এখনও সরকার গঠন করতে পারেননি ম্যার্কেল৷ প্রথম এফডিপি ও সবুজ দলের সঙ্গে সরকার গঠনের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ দল এসপিডির সঙ্গে আলোচনা করছে সিডিইউ৷

অক্টোবর
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস সিরিয়ার রাকা শহরকে রাজধানী হিসেবে ব্যবহার করত৷ দু’বছর ধরে সেই শহর মুক্ত করার চেষ্টা চলেছে৷ অবশেষে অক্টোবরের ১৭ তারিখ ‘ব্যাটেল অফ রাকা’ শেষ হয়৷ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সহায়তায় সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ আইএস-এর বিরুদ্ধে যুদ্ধ করে রাকাকে মুক্ত করে৷ ছবিতে এসডিএফ-এর দুই নারী সেনাকে দেখা যাচ্ছে৷

নভেম্বর
দীর্ঘ চার দশক ক্ষমতায় থাকার পর ২১ নভেম্বর পদত্যাগ করেন জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে৷ তার সপ্তাহখানেক আগে স্ত্রী গ্রেস মুগাবেকে ক্ষমতায় বসাতে ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বহিষ্কার করেছিলেন মুগাবে৷ তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দলের সদস্যরা৷ পরে ১৯ নভেম্বর মুগাবেকে দল বহিষ্কার করা হয় এবং নতুন নেতা হিসেবে নানগাগওয়াকে স্বীকৃতি দেয়া হয়৷

ডিসেম্বর
প্রায় সারা বছর উত্তর কোরিয়া বিশ্ব গণমাধ্যমের শিরোনামে ছিল৷ কারণ আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ২০১৭ সালে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি৷ নভেম্বরে দূরপাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর উত্তর কোরিয়া দাবি করে, এটি অ্যামেরিকা মহাদেশের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম৷ সেপ্টেম্বরে প্রকাশ করা এই ছবিতে কিম জং উনকে একটি রকেট পরীক্ষা পর্যবেক্ষণ করতে দেখা যাচ্ছে৷

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি