শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ কে খন্দকারের বই পোড়ালো গণজাগরণ মঞ্চ

ak khandakerডেস্ক রিপোর্ট: ইতিহাস বিকৃতির অভিযোগে মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এ কে খন্দকার রচিত ‘১৯৭১: ভেতরে-বাইরে’ বইয়ের কপি পুড়িয়েছে গণজাগরণ মঞ্চের একাংশ।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বইটির কপিতে আগুন দেওয়া হয়।
বই পোড়ানোর পর শাহবাগের আজিজ মার্কেটের সামনে মিছিল নিয়ে যান গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সেখানে অবস্থিত প্রথমা প্রকাশনীর বিক্রয় কেন্দ্রের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এর আগে বিকেল ৫টার পর ওই জায়গায় একটি সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নান চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল প্রমুখ।
বক্তারা দাবি করেন, দৈনিক প্রথম আলোর অঙ্গ-প্রতিষ্ঠান ‘প্রথমা প্রকাশনী’ থেকে প্রকাশিত একে খন্দকারের বই ‘১৯৭১: ভেতরে-বাইরে’সহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী সব বই এবং প্রকাশনা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে।
একই সঙ্গে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের ও দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এ বইটি লিখে এ কে খন্দকার ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি মূলত তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ মা বোনের ইজ্জতের সঙ্গে বেইমানি করেছেন। কারণ বঙ্গবন্ধুর নির্দেশেই সেদিন তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
তারা আরও অভিযোগ করেন, এ কে খন্দকার নিজে স্বীকার করেছেন যে তিনি ৭ মার্চ রেসকোর্স ময়দানে ছিলেন না। তাহলে এ তথ্য তিনি কোথায় পেলেন?
তাদের দাবি যারা সেদিন স্বশরীরে সেখানে উপস্থিত ছিলেন তারা সবাই শুনেছে যে বঙ্গবন্ধু সুস্পষ্টভাবে ‘জয়’বাংলা বলেছিলেন।
তখনকার সময়ে দেশি-বিদেশি পত্রিকাই যার প্রমাণ বলে উল্লেখ করেন তারা।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩