শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৮২ রানেই খতম টাইগারদের প্রথম ইনিংস

west১৮২ রানে থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। কিংস্টনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে এখন ৩০২ রানে পিছিয়ে মুশফিকবাহিনী। এর আগে সাত উইকেটে ৪৮৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ক্যারিবীয়রা।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে চার নম্বরে ব্যাট করতে নামা মুমিনুল হকের ব্যাট থেকে। ৫১ রান করে বিদায় নেন এ বাঁহাতি। আর অধিনায়ক মুশফিক করেন অপরাজিত ৪৮ রান। এছাড়া ওপেনার শামসুর রহমান ৩৫ ও শুভাগত হোম ১৬ রান করেন। বাকি কোনো ব্যাটসম্যানই দু’অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের প্রথম ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৭১.৪ ওভার। ক্যারিবীয় স্পিনার সুলাইমান বেন নেন সবচেয়ে বেশি ৫টি উইকেট।

এর আগে ক্যারিবীয়দের ইনিংসের সর্বোচ্চ ২১২ রান করেন ওপেনার ক্রেইগ বার্থওয়েট। এটি তার ক্যারিয়ারের প্রথম দ্বি-শতক। তিনি চতুর্থ উইকেটে শিবনারায়ন চন্দরপলের সঙ্গে ১৬১ রানের জুটি গড়েন। পরে তাইজুলের বলে মুমিনুল হককে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন বার্থওয়েট। চন্দরপল অপরাজিত ৮৫ রান করে মাঠ ছাড়েন।

স্বাগতিকদের সাত উইকেটের মধ্যে পাঁচটি উইকেট নিয়ে অভিষেক টেস্টে চমক দেখায় তাইজুল ইসলাম। ৪৭ ওভার বোলিং করে নয়টি মেডেনসহ ১৩৫ রানের বিনিময়ে উইকেটগুলো পান এই বাঁহাতি। এছাড়া রুবেল হোসেন ও শুভাগত হোম পেয়েছেন একটি করে উইকেট।