রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

iccইংল্যান্ডের মাটিতে টানা দুই জয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ভারত। তবে জিম্বাবুয়ের কাছে ত্রি-দেশীয় সিরিজে হেরে র‌্যাঙ্কিংয়ের অবনতি হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হওয়ার আগে মাইকেল ক্লার্করা ভারতের সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে ছিল।

র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

তবে র‌্যাঙ্কিংয়ের প্রথম চারটি দলের রেটিং পয়েন্টের মধ্যে খুব একটা পার্থক্য নেই। সর্বোচ্চ ১১৪ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১৩। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ১১১ হলেও শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে।

তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সামনে এখনো শীর্ষে ফেরার সুযোগ রয়েছে। যদি দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজের অবশিষ্ট দুই ম্যাচ এবং ফাইনালে জয়লাভ করে তবে তারা শীর্ষস্থান পুনর্দখল করবে। তখন ভারত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের অবশিষ্ট দুই জিততেও তারা র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকবে।

এদিকে অস্ট্রেলিয়ার সামনেও সুযোগ রয়েছে শীর্ষস্থান দখল করার। যদি অসিরা ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে গিয়েও জয়লাভ করতে পারে। তবে এক্ষেত্রে ভারতকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের অবশিষ্ট দুই ম্যাচের কমপক্ষে একটি ম্যাচ হারতে হবে।

তবে ভারত যদি ইংল্যান্ডকে সিরিজের অপর দুই ম্যাচে হারাতে পারে এবং দক্ষিণ আফ্রিকা পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তবে ধোনিদের শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩