বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মুখ খুললেন আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : খুব শিগগিরই দুই রণবীরের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন। কেমন লাগছে?‌ আলিয়া বলছেন, ‘‌ওরেব্বাবা!‌ দুজনেই তো দেশের হার্ট-‌থ্রব!‌ রনবীরের (‌‌কাপুর‌)‌‌ সঙ্গে এর আগে বেশ কয়েকটা অ্যাড ফিল্মে কাজ করার অভিজ্ঞতা হয়েছে।

কিন্তু ফিল্ম এই প্রথম। আর অন্য রণবীরের (‌‌সিং)‌‌ সঙ্গে কাজের অভিজ্ঞতা আগে ছিল না। খুব মজার ছেলে। সারাক্ষণ এমন এমন সব কথা বলবে যে পেটে খিল ধরিয়ে ছাড়বে!‌ যেটা মনে হয়েছে রনবীর সিংয়ের কোনো কিছুই লোক দেখানো নয়। মজা করলে সেটাও ‘‌আসলি’‌ আবার কারোর ওপর রেগে গেলে সেই প্রকাশভঙ্গিতেও কোনো রাখঢাক নেই। এটাই ওর সবচেয়ে বড় গুণ। মনে হয় এজন্যই লোকে ওকে এত ভালোবাসে! ভনিতাটা নেই।’‌

আর রণবীর কাপুর নিয়ে আলিয়া ভাটের কী প্রতিক্রিয়া?‌ একটু চুপ করে থেকে বললেন, ‘‌এক্কেবারে রণবীর সিংয়ের ঠিক উল্টো!‌ সেটে এসে বেশি কথা বলে না। চুপচাপ। শান্তভাবে সবকিছু পর্যবেক্ষণ করে যায়। আর খুব রিল্যাক্সড থাকে। জানেন তো, ২০০৭ সালে ‘‌সাওয়ারিয়া’‌ রিলিজ করার পর থেকেই আমি রণবীর কাপুরের খুব বড় ফ্যান!‌ সুতরাং আমার নতুন ছবিতে ওঁর বিপরীতে কাজ করতে পারাটা আমার কাছে সত্যিই বিরাট ব্যাপার। ’‌

দুই রণবীর না হয় হল। কিন্তু সিদ্ধার্থ মালহোত্রা?‌ আলিয়া উবাচ, ‘‌আলিয়া ভাটের বয়স এখন ২৪ আর আলিয়া জুহুতে থাকে। এটা যেমন বাস্তব তেমন ‘‌সিড’‌-‌এর নামটা আমার সঙ্গে জড়িয়ে যাওয়াটাও!‌ লোকে প্রসঙ্গটা উঠলেই এমন ভাব করে যেন আরে হাঁ, ওহ তো কব সে পতা হ্যায়!‌’‌ না ভাঙতে চাননি সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন। তবে, এটা বুঝিয়ে দিয়েছেন ‘‌স্টুডেন্ট অব দ্য ইয়ার’‌ ছবির সহ অভিনেতার সঙ্গে তাঁর দোস্তিটা বেশ প্রগাঢ়। কানাঘুষো শোনা যাচ্ছে আলিয়াদের হোম প্রোডাকশনের ব্যানারে তৈরি হতে চলেছে ‘‌আশিকী ৩’‌। এবং সেই ছবিতে তিনি নিজেই নাকি নায়িকার ভূমিকায়?‌ ‘‌ছবির স্ক্রিপ্টের কিছু রদবদল ঘটানো হচ্ছে। গল্পটাও কোনও কোনও ক্ষেত্রে পালটাচ্ছে। বাবাকে (‌‌মহেশ ভাট‌‌)‌‌ বলে দিয়েছি তোমার পরিচালনায় প্রথম যে ছবিটা আমি করতে চাই সেটা ‘‌আশিকী ৩’‌। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। তবে আমরা কিন্তু তৈরি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে গর্তে মিলল দুই শিশুসহ তিনজনের মরদেহ

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে : সিইসি

আজিজের ওপর নিষেধাজ্ঞা ভিসানীতির অধীনে নয় : পররাষ্ট্রমন্ত্রী

মাঝ আকাশেই সিঙ্গাপুরগামী বিমানে প্রবল ঝাঁকুনি, নিহত ১

উপজেলা নির্বাচনেও জনগণের সায় নেই : মির্জা ফখরুল

রাইসির জানাজায় লাখো মানুষের ঢল

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৮২ কোটি ৪০ লাখ টাকার সয়াবিন তেল কিনবে সরকার

বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে এক মিনিট নীরবতা, ক্ষুব্ধ ইসরায়েল

ওপেনিংয়ে লিটন নাকি সৌম্য, যুক্তরাষ্ট্রের একাদশে কারা

নাশকতার মামলায় জামায়াত নেতা আজহারের কারাদণ্ড