শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিকেল তিনটার দিকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন খালেদা

khaled-2‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে শামিল হতে বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আজ রোববার বিকেল তিনটার দিকে বিএনপির কেন্দ্রিয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনের দিকে যাওয়ার জন্য তার গুলশানের বাড়ি থেকে আবার বের হওয়ার চেষ্টা করবেন। এর আগে আজ দুপুরে দুইবার বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেও পুলিশি বাধার কারণে তিনি নয়াপল্টনের দিকে যেতে পারেননি বলে বিএনপির শীর্ষ দুই নেতা জানিয়েছেন ।

আজ দুপুর একটার দিকে বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির সাংবাদিকদেরকে বলেন, ‘গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে শামিল হতে বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারেননি খালেদা জিয়া। দুপুর সোয়া একটার দিকে খালেদা জিয়া তার গাড়িতেও উঠে বসলেও বাড়ির প্রধান ফটক পুলিশ ঘিরে রাখায় তিনি বের হতে পারেননি। এর আগে দুপুর বারোটার দিকে তিনি একবার গাড়িতে উঠে বসলেও বের হতে না পেরে গাড়ি থেকে নেমে যান।’

খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে পুলিশের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বর্তমানে আট প্লাটুন পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। আরও দুই প্লাটুন পুলিশ মোতায়েনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। সকাল সাড়ে দশটার দিকে বাড়ির সামনে একটি জলকামানও নেয়া হয়।

এছাড়া বাড়ির সামনের রাস্তায় বালুভর্তি তিনটি ট্রাক, পেছনের রাস্তায় দুটি ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। বাড়ির সামনে সাংবাদিকদেরকে যেতে দেয়া হচ্ছে না।

সেখানে নিরাপত্তায় থাকা কয়েক পুলিশ সদস্য জানান, গতকাল রাতভর সেখানে পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখনো অনেকে আছেন।

গতকাল শনিবার খালেদা জিয়ার সরকারি প্রটোকল প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। গত রাতে তিনি এক বিবৃতিতে প্রটোকল ফিরিয়ে দেয়ার দাবি জানান। তবে পুলিশ বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসনের প্রটোকল প্রত্যাহার হয়নি, কেবল নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

বিরোধীদলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়া সরকারি প্রটোকলের আওতায় গাড়ি, নিরাপত্তাসহ আনুষঙ্গিক কিছু সুবিধা পেয়ে থাকেন।

গত মঙ্গলবার খালেদা জিয়া ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন। এরই অংশ হিসেবে আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা। কিন্তু পুলিশ তাদের সমাবেশ করার অনুমতি না দিলেও যে কোনো মূল্যে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১৮ দলের জোট।

আর ওই কর্মসূচিতে খালেদা জিয়া উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন বলে গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ জানান।

গত মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তফসিল বাতিল, দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে আজকের কর্মসূচির ঘোষণা করেছিলেন খালেদা জিয়া। এরপর মঙ্গলবার গভীর রাতে তারা বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে হরতাল ঘোষণার পর গত ৮ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর পর্যন্ত খালেদা জিয়ার বাসা, তার রাজনৈতিক কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। ওইসময় চেয়ারপারসনের বাসা থেকে বের হওয়ার মুখে তার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখনও কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার