শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫টি রোমান্টিক দক্ষতা শিখে মুগ্ধ করে দিন সঙ্গীকে

loveআপনি কি চান, আপনার সঙ্গী আপনাকে একেবারেই নিরস বলে মনে করুক? না চাইলে, এ লেখায় দেওয়া ১৫টি রোমান্টিক দক্ষতা শিখে নিন। রোমান্টিকতায় হয়ে উঠুন অপ্রতিদ্বন্দ্বী।
১. ম্যাসেজ
বড় একটা কর্মব্যস্ত দিনের পর শরীরের আরাম এনে দিতে পারে ম্যাসেজ। অন্যদিকে একে একটি রোমান্টিক বিষয় হিসেবেও চালিয়ে নেওয়া যায়। ফলে বিষয়টি আপনার সঙ্গীর ওপর প্রয়োগ করতে পারেন। আর আপনার সঙ্গীও নিশ্চয়ই আপনার ম্যাসেজ শিক্ষার প্রশিক্ষণক্ষেত্র হতে আপত্তি করবেন না।
২. নাচ
অনেকেই পা নাচাতে পারেন। কিন্তু সঠিক বা আকর্ষণীয়ভাবে কোনো নাচ নাচা সহজ কাজ নয়। আর এ কাজটি শিখতে হয় প্রফেশনালদের কাছ থেকেই। আপনার সঙ্গী যদি আগ্রহী হয়, তাহলে দুজনেও শিখতে পারেন কোনো রোমান্টিক নাচ।
৩. সঠিক উপহার কেনার দক্ষতা
সঙ্গীর জন্মদিনের জন্য সবচেয়ে ভালো উপহার কেনাটাও আপনার রোমান্টিক দক্ষতার একটি পরিচয় হতে পারে। আর এ জন্য আপনাকে যথেষ্ট চর্চা করতে হবে।
১৫টি রোমান্টিক দক্ষতা শিখে মুগ্ধ করে দিন সঙ্গীকে
৪. বাজনা বাজানো শিখুন
নতুন কোনো বাজনা বাজানো শিখুন। এতে আপনার পাশাপাশি আনন্দিত হবে আপনার সঙ্গীও। এ জন্য প্রচুর সময় ও কষ্ট ব্যয় করতে হবে। কিন্তু রোমান্টিক পরিস্থিতিতে যখন এটি চমৎকার কোনো সময় তুলে ধরবে, তখন আপনার পরিশ্রম স্বার্থক হয়ে উঠবে।
৫. গান শিখুন
আপনার গানের গলা যদি হয় গান গাইবার উপযোগী তাহলে শিখে ফেলুন কয়েকটি গান। আপনার সঙ্গীর পছন্দের গানও রাখতে পারেন এ তালিকায়। আর এর সঙ্গে থাকতে হবে রোমান্টিক পরিস্থিতিতে উপস্থাপন করার মতো প্রস্তুতি।
৬. সঠিক প্রশংসা
কারো প্রশংসা করা অনেক সময় সহজ কাজ বলেই মনে হয়। কিন্তু এটি অনেকেই ভালোভাবে করতে পারে না। বিশেষ করে সঠিকভাবে প্রশংসা করা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না। আপনি কী বলতে চাইছেন, তা অনুশীলন করা প্রয়োজন। অন্যথায় তা হিতে বিপরীত হতে পারে।
৭. রান্না
আপনার কোনো বিখ্যাত শেফ হতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু অন্তত একপ্লেট মজার খাবার রান্নার মতো দক্ষতা থাকা প্রয়োজন। এ ছাড়া লক্ষ করুন, আপনার সঙ্গীর পছন্দের খাবার কোনটি। সে অনুযায়ী রেসিপি দেখে তার জন্য শিখে নিতে পারেন কোনো মজার খাবার বানানোর পদ্ধতি।
৮. কথা শুনুন
আপনার সঙ্গীর কথা শোনাও হতে পারে একটি রোমান্টিক আচরণ। এমনকি আপনি যদি ব্যস্ত থাকেন, অফিসে যাওয়ার সময় হয়ে যায়, তার পরেও সঙ্গীর কোনো গুরুত্বপূর্ণ কথা শোনার দরকার হতে পারে।
৯. চুম্বন
চুমু খাওয়া অনেকের কাছেই সহজ বিষয় মনে হতে পারে। কিন্তু জেনে রাখুন, বহু মানুষ চুমু খেতে দক্ষ, অনেকে অদক্ষ। আর এ দক্ষতার ওপর নির্ভর করে আপনি কতটা রোমান্টিক তাও। আর এ ক্ষেত্রে আপনার সঙ্গীর কাছ থেকে তার পছন্দ জেনে নেওয়ার বিকল্প নেই।
১০. লেখা
আপনাকে কোনো রোমান্টিক উপন্যাস কিংবা মহাকাব্য লেখা শিখতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু সঙ্গীকে উৎসর্গ করে একটি প্রেমপত্র কিংবা ছোট একটি অণুকবিতা লেখা হতে পারে আপনার রোমান্টিক মনের বহিঃপ্রকাশ। আপনি যদি এ ক্ষেত্রে অনভিজ্ঞ কিংবা আনাড়ি হন, সমস্যার কিছু নেই। অনুশীলনেই মিলতে পারে সমাধান।
১১. সাধারণ জ্ঞান
কথাবার্তা বলার জন্য কিছু সাধারণ জ্ঞান প্রয়োজন। এমনকি রোমান্টিক কথাবার্তা বলার জন্যও এটা প্রয়োজন। ধরুন আপনি কোনো আর্ট গ্যালারিতে গিয়েছেন, সেখানে থাকা ছবিগুলো সম্বন্ধে কিছু জ্ঞান থাকলে সময়টা ভালো কাটতে সহায়ক হবে।
১২. অ্যাস্ট্রোনমি
রাতের খোলা আকাশের নিচে যদি সঙ্গীর সঙ্গে সময় কাটাতে যান কোথাও তাহলে তারাগুলোই হতে পারে আপনাদের সঙ্গী। আর এ সময় আকাশের তারাগুলো সম্বন্ধে যদি কিছু জানা থাকে তাহলে রোমান্টিক পরিবেশে তা ইন্ধন জোগাবে। এ জন্য চিনে নিতে পারেন আকাশের কিছু তারার নাম ও পরিচয়।
১৩. খেরো খাতা বা স্ক্র্যাপবুক
খেরো খাতা তৈরি করার অভ্যাস হতে পারে আপনার রোমান্টিক মনের পরিচায়ক। আপনাদের দুজনের বিভিন্ন সময়ের ছবি, স্মরণীয় ভ্রমণ, প্রেমপত্র কিংবা কিছু ক্ষুদেবার্তা একত্র করে তৈরি করতে পারেন একটি রোমান্টিক খেরো খাতা। আপনার সঙ্গীকে উপহার দিতে পারেন দারুণ এ রোমান্টিক খাতাটি।
১৪. নতুন ভাষা শিখুন
আপনার সঙ্গীকে মুগ্ধ করে দিতে শিখে নিন ফ্রেঞ্চ কিংবা বিদেশি কোনো ভাষা। তবে সে ভাষায় কোনো কথা বলার পর তা আপনার সঙ্গীকে অনুবাদ করে শোনাতে ভুলবেন না।
১৫. জীবন উপভোগ
চারপাশের পৃথিবীকে উপভোগ নয় বরং ঘৃণা করে, এমন কোনো সঙ্গীকে নিশ্চয়ই কেউ পেতে চাইবে না। এ কারণে রোমান্টিকতার অন্যতম শর্ত চারপাশের প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসতে হবে। হাসিতে ভরিয়ে তুলতে হবে মুহূর্তগুলোকে। আর উপভোগ করতে শিখতে হবে জীবনকে।

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার