শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাফ নদ থেকে ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

download-4-6কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে বাংলাদেশের ছয় জেলেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে গেছে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য মতে, এর সংখ্যা চারজন।
সোমবার দুপুরে দুই নৌকাসহ এই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। এঁরা হলেন মো. হোসেন (৩০), আবদুর করিম (২৮), আক্তার ফারুক (১৬), সাদেক হোসেন (১৮), মো. ফারুক (৩৭) ও মো. সাদেক (১৭)। ধরে নিয়ে যাওয়া এই জেলেদের বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায়।
বিজিপির হাত থেকে পালিয়ে আত্মরক্ষা করা জেলে আবদুল আমিন (৩০) ও নূর মোহাম্মদ (৩২) এসব তথ্য জানিয়েছেন।
পালিয়ে আসা জেলেরা জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেল ৩টার দিকে নৌকা নিয়ে তাঁরা আটজন নাফ নদে মাছ শিকার করতে যান। এ সময় মিয়ানমারের সীমন্তরক্ষী বাহিনী অস্ত্রের মুখে তাঁদের ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদের মিয়ানমারে নিয়ে যাওয়ার সময় নৌকা থেকে নদে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে আসার সময় আরেক জেলে আবদুল আজিজ তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন।
এদিকে বাকি ছয় জেলে এখনো মিয়ানমারে বিজিপির কাছে রয়েছে বলে জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ সাংবাদিকদের জানান, জেলের সংখ্যা চারজন বলে তিনি শুনেছেন। জেলেরা মিয়ানারের জলসীমানায় মাছ শিকার করতে গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিজয়নগরে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, তৈরির সরঞ্জামসহ ৩ জন গ্রেফতার

বিপৎসীমার ওপরে সুরমা, বাড়ছে কুশিয়ারার পানি

গরমে যেসব খাবারে অতিরিক্ত ঘাম হয়

গাজায় ‘জয়ী’ হতে না পেরে অন্যত্র দৃষ্টি ইসরায়েলের

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে বর

‘রোহিঙ্গা গণহত্যা মামলা প‌রিচালনার তহ‌বি‌ল অপর্যাপ্ত’

জিম্বাবুয়েকে হারিয়ে যা বললেন শান্ত

তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে বোরো উৎপাদন, চিটা হওয়ার শঙ্কা

দীর্ঘদিন কৃষকের ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

মার্চে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন

প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু