শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারিনার জায়গায় আমি হলে বিচ্ছেদের আবেদন করতাম: সাইফ

সাজিদ খান পরিচালিত ‘হামসকলস’ ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ও পতৌদির নবাব সাইফ আলী খান। পুরোদস্তুর কমেডি ঘরানার ছবিটিতে অদ্ভুত রূপে দেখা যাবে বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা অভিনেতাকে। ছবিটিতে মেয়ে সেজেও অভিনয় করেছেন তিনি। এমন হাস্যকর রূপ দেখে সাইফের স্ত্রী ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খানের প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে সাইফ বলেন, ‘কারিনা তো আমাকে এমন অদ্ভুত রূপে দেখে হেসেই খুন। নিশ্চিত করেই বলতে পারি, কারিনার জায়গায় আমি হলে বিচ্ছেদের আবেদন করতাম।’

‘হামসকলস’ ছবির আরেক অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে মেয়ে সেজে রোমান্টিক একটি গানের দৃশ্যেও অভিনয় করেছেন সাইফ। অভিনয়ের সময় নিজের কিম্ভূতকিমাকার রূপ দেখে সাইফ নিজেও বিস্মিত। এ প্রসঙ্গে তাঁর সরল স্বীকারোক্তি, ‘গানের দৃশ্যটিতে রিতেশের সঙ্গে অভিনয় করে দারুণ লেগেছে। তাঁর সঙ্গে চমত্কার কিছু সময় কাটানোর সুযোগ আমার হয়েছে। সত্যিই তিনি অনেক আকর্ষণীয়।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

গত বছর সাইফ অভিনীত জোম্বি কমেডিধর্মী ‘গো গোয়া গান’ ও অ্যাকশন ঘরানার ‘বুলেট রাজা’ ছবিগুলো আশানুরূপ সাফল্যের দেখা পায়নি। অথচ রোমান্টিক কমেডিধর্মী ‘কাল হো না হো’ (২০০৩) ‘হাম তুম’ (২০০৪), ‘সালাম নমস্তে’ (২০০৫) ছবিগুলোতে সাইফের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। ছবিগুলোও দারুণ ব্যবসা করেছিল। অনেক দিন থেকেই এ ধরনের কমেডি চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন সাইফ। অবশেষে তাঁকে সেই সুযোগ করে দিয়েছেন ‘হাউজফুল’খ্যাত নির্মাতা সাজিদ খান। ‘হামসকলস’ ছবিতে মজার অনেক উপাদান রেখেছেন সাজিদ।

‘হামসকলস’ ছবিতে পুরোদস্তুর কমেডি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি সাইফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন থেকেই এ ধরনের কমেডি ছবিতে অভিনয় করতে চাচ্ছিলাম। কিন্তু ব্যাটে-বলে না মেলায় তা সম্ভব হচ্ছিল না। বরাবরই কমেডি ছবিতে অভিনয় করতে আমার খুব ভালো লাগে। সাজিদকেও আমি অনেক পছন্দ করি। নির্দ্বিধায় বলতে পারি, এখন পর্যন্ত যতগুলো কমেডি ছবিতে কাজ করেছি, তার মধ্যে সেরা সাজিদের এই ছবিটি।’

‘হামসকলস’ ছবিতে সাইফ ছাড়াও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, বিপাশা বসু, তামান্না ভাটিয়া, এষা গুপ্তা, রাম কাপুর প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২০ জুন।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩