শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘টমাটুমে জরিমানা দিছি দুই হাজার ট্যাকা’

‘কারওয়ান বাজার থ্যাইক্কা টমাটুম (টমেটো) কিনছি পাঁচ কেজি। এইড্যায় ফুরমালিন পাওন্যে জরিমানা দিছি দুই হাজার ট্যাকা। শীতের আগে টমাটুম বেচুমই না।’

কথাগুলো বলছিলেন মিরপুরের কাজিপাড়া মসজিদ মার্কেটের সবজি বিক্রেতা আলাউদ্দিন মিয়া (৬২)। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানার টাকা দেওয়ার সময় ক্ষোভের কথা জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ জানান, শনাক্তকারী যন্ত্রের মধ্যে আলাউদ্দিন মিয়ার দোকানের টমেটোতে দশমিক ৩৭ মাত্রায় ফরমালিন পাওয়া গেছে। আলাউদ্দিনের দাবি, টমটোতে ফরমালিন তিনি মেশাননি।পুলিশ ভ্যানের চাকায় পিষ্ট করার পরও কিছু সবজি অক্ষত ছিল। এসব কুড়িয়ে নেয় পথশিশুরা  ছবি : কমল জোহা খান

শুধু আলাউদ্দিনের দোকানে নয়, পাশের শাহীন আলমের দোকানের ঢ্যাঁড়স, বেগুন ও কাঁচা আমে ক্ষতিকর ফরমালিনের অস্তিত্ব মিলেছে। শাহীন আলমের ঢ্যাঁড়সে দশমিক ৮৮, বেগুনে দশমিক ৫৫ এবং কাঁচা আমে দশমিক ৩৭ মাত্রায় ফরমালিন পাওয়া গেছে। এই সবজি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা গুনতে হয়েছে।

মসজিদ মার্কেটের প্রবেশমুখে মো. মানিকের ফলের দোকানের লিচুগুলোয় দুই দশমিক ৮৭ মাত্রায় ফরমালিন পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। এরপর ফলের দোকানে হাজার খানেক ফরমালিন মেশানো লিচু ধ্বংস করে ফেলা হয়।

এ ছাড়া সিলভার কার্প মাছে দশমিক ২৯ মাত্রায় ফরমালিন পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিক্রেতা আবুল কাশেম। 

বিশুদ্ধ খাদ্য আইন ১৯৫-এর ছয়ের ক ধারায় এই চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তাঁদের কাছ থেকে জব্দ করা ফল, মাছ ও সবজিগুলো ধ্বংস করে ফেলা হয়। তবে সবজিগুলোর বেশির ভাগই অক্ষত ছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা চলে যাওয়ার পর সেগুলো কুড়িয়ে নেয় পথশিশুরা। 

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার