রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোদী শীঘ্রই বাংলাদেশ সফরে

speaker_bg_394804264যতটা দ্রুত সম্ভব বাংলাদেশ সফর করবেন বলে আশ্বাস দিয়েছেন ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার দুপুরে দিল্লির হায়দ্রবাদ হাউসে বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন তিনি।

দুপুর দেড়টার দিকে এই বৈঠক বসে প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়। ওই বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভারতীয় প্রধানমন্ত্রীকে স্থল সীমান্ত চুক্তি ও তিস্তার পানি বণ্টন চুক্তি করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় ও স্থায়ী করতে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

স্পিকার এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সফরে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান। উত্তরে নরেন্দ্র মোদী বলেন, যথাশীঘ্র সম্ভব তিনি বাংলাদেশ সফর করবেন।

স্পিকার মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রনব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে, অপর একটি সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিঠি পাঠিয়েছেন ভারতের নতুন প্রধানমন্ত্রীকে।

ঢাকায় প্রাপ্ত এ‌ই খবরে বলা হয়েছে, চিঠিতে প্রধানমন্ত্রী দুই দেশের তিস্তা পানিবণ্টন ও স্থলসীমা নির্ধারন চুক্তিসহ অন্যান্য অমিমাংসিত বিষয়ে দ্রুততার সঙ্গে সমাধানে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্দেশ্যে বলেন, “আমি বিশ্বাস করি আপনার গতিশীল নেতৃত্বে দীর্ঘদিনের অমিমাংসিত দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সুষ্ঠুভাবে সমাধান করতে পারবো। চিঠিতে প্রধানমন্ত্রী ‍আরও বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ অংশিদ্বারীত্বের মাধ্যমে কাজ করে যেতে তিনি অংগীকারবদ্ধ। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথের দিনেই এই চিঠি পৌঁছে দেওয়া হয় বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩