শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি টাকায় দেয়াল তুলে নদী দখল

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি টাকায় দেয়াল তুলে ঢোলভাঙ্গা নদী দখল করেছেন মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুশফিকুল মান্নান। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও পরিষদের তিন লাখ টাকায় প্রায় ৪০০ ফুট দৈর্ঘ্যের এই দেয়াল নির্মাণ করেন তিনি।


উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পেছনে নদীভাঙন রোধে গাইড ওয়াল নির্মাণ করতে এডিবি থেকে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া, ইউনিয়ন পরিষদ থেকেও আরও দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়৷ গত ৫ এপ্রিল বরাদ্দ দেওয়ার পর প্রায় ১০ ফুট উঁচু ওই দেয়াল নির্মাণ করা হয়৷ 


উপজেলা এলজিইডি প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, ‘মূলত মানিকপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ভবনের পেছনের নদীর ভাঙন রোধে দেয়াল নির্মাণ করার জন্য এডিবির বরাদ্দ দেওয়া হয়৷ চেয়ারম্যান যেভাবে জায়গা দেখিয়েছেন সেভাবেই দেয়াল নির্মাণ করা হয়েছে৷ তবে সেটা নদীতে পড়েছে কি না, তা আমাদের দেখার বিষয় নয়।’


উপজেলা কানুনগো ম্রাগ্য মারমা বলেন, ‘দখলদারকে দেয়াল সরিয়ে নিতে শিগগিরই নোটিশ দেওয়া হবে।’ ইউপি চেয়ারম্যান মুশফিকুল মান্নান বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি খেলার মাঠ করার৷ আর মাঠের জন্যই দেয়াল নির্মাণ করা হয়েছে। ওই জায়গায় পরিষদের ১০০ শতক জায়গা রয়েছে৷ আর সেই জায়গা থেকে সর্বোচ্চ ১৫ ফুট নদীর ভেতরে দেয়াল নির্মাণ করা হয়েছে। এখানে আমার ১০ লাখ টাকা ব্যয় করা হয়ে গেছে৷ দেয়াল ভাঙলে পুরো টাকাটাই জলে যাবে।’

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার