বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি ইউনিভার্সিটি কাপ

BCB_sm_650738567স্পোর্টস ডেস্ক: ১২টি ইউনিভার্সিটিকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি ইউনিভার্সিটি কাপ। যেখানে থাকছে ১০টি পাবলিক ইউনিভার্সিটি ও দুইটি প্রাইভেট ইউনিভার্সিটি।
টুর্নামেন্ট চলবে আগামী ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত। প্রতিটি খেলা হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে।
টুর্নামেন্ট স্পন্সর করছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দলগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কাজী কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও লিবেরাল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়।

এ জাতীয় আরও খবর