রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে ১৬ ছাত্রীর জীবন অনিশ্চিত

downloadনিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উচ্চ মাধ্যামিক পরীক্ষায় সরকারি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় ১৬ ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার( ১৭/৫) ছাত্রীরা স্থানীয় সংবাদকর্মীদের কাছে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ জীবনের শংকার কথা জানিয়ে বিষয়টি তুলে ধরে। গত ১৫ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবীনগর সরকারি কলেজ কেন্দ্রে হিসাব বিজ্ঞান (১ম পত্র) বিষয়ের পরীক্ষার হলে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়। ওই হলে নবীনগর মহিলা কলেজের ১৬ জন অনিয়মিত ছাত্রী পরীক্ষা দেন। তারা হলেন, ফারজানা অক্তার-৫৭৬০০৭, সালমা বেগম-৫৭৬০০১, তামান্না আক্তার-৫৭৬০১০, রূপালী আক্তার-৫৭৬০০৩, সামিয়া আক্তার-৫৭৬০০০, কোহিনুর বেগম-৫৭৬০০২, হেপী আক্তার-৫৭৬০০৪, রূপালী বেগম-৫৭৬০২৬, খাদিজা চৌধুরী-৫৭৬০০৪, খাদিজা সুলতানা মার্জিয়া-৫৭৬০১২, মাহমুদা বেগম-৫৭৫৯৯৯, তাহমিনা বেগম-৫৭৬০১৫, মুক্তারানী সুত্রধর-৫৭৬০১১, সাবরিনা আক্তার ছন্দা-৫৭৬০০৬, শারমিন আক্তার-৫৭৬০১৩, সৈয়দা উর্মি বেগম-৫৭৬০১৪।

জানা যায়, বোর্ডের সিলিবাস অনুযায়ী ওই অনিয়মিত ছাত্রীরা ২০১৬ সালের প্রশ্নে পরীক্ষা দেওয়ার কথা থাকলে ও হলের ভিতরের কতর্ব্যরত শিক্ষক তাদের ২০১৪ সালের প্রশ্নপত্র দেন। ছাত্রীরা তাৎক্ষণিক ওই শিক্ষককে ২০১৪ সালের প্রশ্ন দেওয়া হয়েছে জানালে তিনি এটাই তাদের প্রশ্ন বলে পরীক্ষা দিতে বলেন। ছাত্রীরা ওই ভুল প্রশ্নেই পরীক্ষা দেন । পরে বিষয়টি প্রকাশ হলে মহিলা কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবহিত করেন।
এ বিষয়ে নবীনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সাথে কথা বললে, তিনি এর সত্যতা স্বীকার করে বিষয়টি মিডিয়ায় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, এটা ভুল হয়েছে, ওই ছাত্রীদের জীবন যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা কলেজ কর্র্তৃপক্ষ বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের আশ্বস্থ্য করেছেন যে প্রশ্নে পরীক্ষা দিক না কেন মানবিক দিক থেকে বিবেচনা করা হবে।
নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য্য বলেন, আমরা সরকারি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি তারা বিষয়টি সমাধানের আশ্বাস দেন ।

এ জাতীয় আরও খবর

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

মাইগ্রেনের ব্যথা হলে কী করবেন

কেমন দল বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সাঁতারের পোশাকে সৌদি আরবে নারীদের ফ্যাশন শো

‘ফিজ’ নামটা কীভাবে পেলেন, জানালেন মুস্তাফিজ

পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আছে, প্রশ্ন কাদেরের

‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’

বিএনপি নেতা ইশরাক কারাগারে