রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। ট্রেনে ককটেল হামলা, পুলিশের গাড়ি ভাঙ্গচুর। বিজিবির টহল

B Baria BGPশনিবার ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার শহরে পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শহরের কলেজ গেট এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে অবরোধকারিরা। একই সময়ে তারা শহরের রেলগেট এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রেন ও রেলের সিগন্যাল বক্সে ককটেল হামলা চালায়। পুলিশ রেলগেট এলাকা থেকে ৭/৮ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।  ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) বেলাল হোসেন জানান, সকাল নয়টার দিকে কলেজ গেটের সামনে টহলরত পুলিশকে লক্ষ্য করে ১০/১৫টির মতো ককটেল ছোড়া হয়। এর মধ্যে ৭/৮ টি ককটেল বিস্ফোরিত হয়।তবে এতে কোন পুলিশ সদস্য আহত হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। একই সময়ে রেলগেট এলাকায় অবরোধকারিরা চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেন ও রেলের সিগন্যাল বক্সে ককটেল হামলা করে।

দুপুরে শহরের টিএরোড, পাওয়ার হাউজ রোড এলাকায় পুলিশের সাথে অবরোধ কারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ৫০ টি ককটেলের বিস্ফোরন ঘটে।পাওয়ার হাউস রোডে টায়ারে অগ্নি সংযোগ করা হয়। লোকজন ভীত আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করে। দোকান পাঠসহ সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাকদ ইয়াছিন মাহমুদের বাসা ও অফিসে ব্যাপক তলাশী চালিয়ে ভংচুর করেছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় সন্দেহভাজন তিন যুবককে আটক করেছে পুলিশ।এসময় পুলিশ অবরোধকারিদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। অতিরিক্ত নিরাপত্তার জন্য রাস্তায় বিজিবিকে টহল দিতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩