রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার সঙ্গে বার্নিকাটের দুই ঘণ্টার রুদ্ধদার বৈঠক

khaleda-cat20160125151833 (1)নিজস্ব প্রতিবেদক : সব রাজনৈতিক দলকে স্বাধীন ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।
সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে আহ্বান জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি জানান, ‘বিএনপি চেয়ারপানসনের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেছেন- বাংলাদেশ সব সময় গণতন্ত্রের জন্য অঙ্গীকারাবদ্ধ। আর এই অঙ্গীকার দেশটির উন্নয়নের পথে বিশেষ ভূমিকা রাখছে।’
মঈন খান বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়তে হবে- বৈঠকে এ নিয়েই আলোচনা হয়েছে।’ ‘অতীত থেকে শিক্ষা’ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘এর অর্থ গণতন্ত্র।’
বিএনপির এই নেতা বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত দেখা করতে এসেছিলেন। দেড় ঘণ্টা বৈঠক হয়েছে। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্বায়নের রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব কম না। শক্তিশালী রাষ্ট্রগুলো সারা বিশ্বের খোঁজ-খবর রাখে, সারাবিশ্বের সার্বিক বিষয় নিয়ে তারা চিন্তা করে।’
মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মঈন খান বলেন, ‘নির্বাচন দেবে কিনা এটা সরকারের বিষয়। আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছি। আমরা দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন চাই।’
মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের জেরে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলার সম্পর্কে তিনি বলেন, ‘আমি তো বলেছি, রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’
এরআগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে বের হয়ে যান বার্নিকাট ও তার দুজন সহযোগী।
বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ড. সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩