অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না
ইউনিট প্রধানদের পুলিশ সদর দপ্তর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম ব্যুরো
পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ‘কড়াকড়ি’ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা গেছে- কোনো কোনো ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টি শৃঙ্খলা পরিপন্থি উল্লেখ করে ছুটি অথবা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই আইজিপির পূর্বানুমতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি ডিএমপি কমিশনার, র?্যাব মহাপরিচালক, এসবিসহ পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিট প্রধানদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ কারণে ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছে পুলিশ সদর দপ্তর।
নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির : এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে প্রাক-নির্বাচনী সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম নগর পুলিশসহ (সিএমপি) বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্য মিলিয়ে মোট ৪৫৮ জন উপস্থিত ছিলেন।
সভায় সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, দায়িত্ব পালনের সময় বডিঅর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা নির্বাচনের সময়ের সম্ভাব্য চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন। এর মধ্যে ব-দ্বীপ থানাগুলোতে স্পিডবোট সরবরাহের মতো বিষয়ও আলোচনায় স্থান পায়।
সভায় আরও বক্তব্য দেন- চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ।











