বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে পাকিস্তানের বয়কটের পক্ষে পিসিবির সাবেক প্রধান

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বর্তমান চেয়ারম্যান মহসিন নকভির পাশে দাঁড়িয়েছেন। ভারত ও শ্রীলংকায় ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় আইসিসি পুরষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে পাকিস্তান বয়কট করতে পারে-এমন গুঞ্জনের মধ্যেই শেঠির এই মন্তব্য এসেছে।

২০ দলের এই টুর্নামেন্ট শুরুর এক মাসও বাকি নেই। এর মধ্যেই বাংলাদেশের দল ভারতে পাঠাতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে তীব্র অচলাবস্থা তৈরি হয়েছে।

বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায় নিরাপত্তার কারণ দেখিয়ে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স অভিজ্ঞ বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

দুই পক্ষের মধ্যে একাধিক আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। চলতি সপ্তাহের শুরুতে আইসিসি জানিয়ে দেয়, টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত থাকবে এবং বিসিবির আবেদন প্রত্যাখ্যান করে তাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়।

তবে বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকে এবং সর্বশেষ সিদ্ধান্ত হিসেবে আইসিসির ডিসপুট রেজোলিউশন কমিটির (ডিআরসি) দ্বারস্থ হয়।

এই টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার বিভিন্ন সূত্রে দাবি করা হয়, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তাহলে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বয়কট করতে পারে।

চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে নাজাম শেঠি বলেন, মহসিন নকভি ক্রিকেটের সব দিক ভালোভাবে বোঝেন এবং তার সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রয়েছে।

শেঠি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, এখন দেখা যাক পিসিবি কী সিদ্ধান্ত নেয়।’

তিনি আরও বলেন, ‘মহসিন নকভি ক্রিকেটটা বোঝেন, খেলাটার সব দিক সম্পর্কে তার ভালো ধারণা আছে। মহসিন নকভি যে সিদ্ধান্তই নেবেন, সেটাই সঠিক হবে।’

এছাড়া আইসিসির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় বিসিবিকে সাধুবাদ জানান শেঠি। তার মতে, এতে আইসিসি ভারতকেন্দ্রিক চিন্তার বাইরে তাকাতে বাধ্য হবে।

শেঠির ভাষায়, ‘পাকিস্তানের পর যদি আরও দেশ দাঁড়ায়, তাহলে আইসিসি বুঝতে পারবে-এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

 

এ জাতীয় আরও খবর

সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে নিহত ৩০

ঢাকা-১২ আসনে দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাঁই হবে না: সাইফুল হক

নতুন দামে আজ থেকে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত

৪ লাখ ২৫ হাজারেরও বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা প্রমাণ রাখবে: আইজিপি

প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের আমার কোনো রেকর্ড নাই: মির্জা আব্বাস

রুমিন ফারহানার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার উঠেছে: মামুনুল হক

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

পে-স্কেল পরিবর্তন করতে পারবে নির্বাচিত সরকার: বিদ্যুৎ উপদেষ্টা

নির্বাচনী আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি