বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোপা জিতে কত কোটি প্রাইজমানি পেল রাজশাহী ওয়ারিয়র্স

স্পোর্টস ডেস্ক : প্রায় এক মাসের রোমাঞ্চকর যাত্রা শেষে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়নের মুকুট পরল রাজশাহী ওয়ারিয়র্স।

লিগ পর্বে শীর্ষ দল হিসেবেই প্লে-অফে জায়গা করে নেয় রাজশাহী। প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে তারা। আর শিরোপা নির্ধারণী ম্যাচে দাপুটে পারফরম্যান্সে চট্টগ্রামকে হারিয়ে ট্রফি নিশ্চিত করে। চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা প্রাইজমানি।

রানার্সআপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে মালিকানা পরিবর্তন ও বিসিবির সরাসরি তত্ত্বাবধানে থাকা দলটি নানা অনিশ্চয়তার মধ্যেও ফাইনালে উঠে চমক দেখালেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

ফাইনালে রাজশাহীর জয়ের মূল নায়ক ওপেনার তানজিদ হাসান। আগের ১২ ম্যাচে মাত্র একটি ফিফটি থাকলেও ফাইনালে খেলেছেন দুর্দান্ত এক সেঞ্চুরির ইনিংস। বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির রেকর্ড এখন তাঁর দখলে। ক্রিস গেইল ও তামিম ইকবালের পর বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যানও তিনি। এই অসাধারণ কীর্তির জন্য ম্যাচসেরার পুরস্কার হিসেবে তানজিদ পেয়েছেন ৫ লাখ টাকা।

এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন পারভেজ হোসেন। তাঁর দল সিলেট টাইটানস ফাইনালে না উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল পারভেজের। ওপেনার ও চার নম্বর—দুই ভূমিকাতেই সফল তিনি। ১২ ম্যাচে ৩টি ফিফটিসহ ১৩২.৯৯ স্ট্রাইক রেটে ৩৯৫ রান করে ব্যাটিংয়ে সেরা হয়ে ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন পারভেজ।

বোলিংয়ে এবারের বিপিএল মাতিয়েছেন শরীফুল ইসলাম। গত আসরে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড এবার ভেঙে দিয়েছেন তিনি। ১২ ম্যাচে মাত্র ৫.৮৪ ইকোনমিতে ২৬ উইকেট নিয়ে চট্টগ্রামকে রানার্সআপ করার পথে বড় অবদান রাখেন শরীফুল। সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। পাশাপাশি টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি—বিপিএলের ইতিহাসে এই পুরস্কার জেতা প্রথম পেসার শরীফুল, যার জন্য পেয়েছেন অতিরিক্ত ১০ লাখ টাকা।

উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রাজশাহীর রিপন মণ্ডল। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। টুর্নামেন্টে একটি হ্যাটট্রিক ও একটি সুপার ওভারে জয় এনে দেওয়ার কৃতিত্বও আছে তাঁর নামের পাশে। এই পুরস্কারের জন্য রিপন পেয়েছেন ৩ লাখ টাকা।

উইকেটকিপিং ছেড়ে রংপুর রাইডার্সের হয়ে শুধু ফিল্ডার হিসেবে খেলেই নজর কেড়েছেন লিটন দাস। ১১ ম্যাচে ১০টি ক্যাচ নিয়ে তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা ফিল্ডার। পুরস্কার হিসেবে লিটন পেয়েছেন ৩ লাখ টাকা।

 

এ জাতীয় আরও খবর

সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে নিহত ৩০

ঢাকা-১২ আসনে দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাঁই হবে না: সাইফুল হক

নতুন দামে আজ থেকে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত

৪ লাখ ২৫ হাজারেরও বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা প্রমাণ রাখবে: আইজিপি

প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের আমার কোনো রেকর্ড নাই: মির্জা আব্বাস

রুমিন ফারহানার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার উঠেছে: মামুনুল হক

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

পে-স্কেল পরিবর্তন করতে পারবে নির্বাচিত সরকার: বিদ্যুৎ উপদেষ্টা

নির্বাচনী আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি