বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

news-image

অনলাইন ডেস্ক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রায় দুই দশক পরে আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন তিনি।

শনিবার রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে চট্টগ্রাম যাবেন তারেক রহমান। কাল (রোববার) তিনি ইয়ুথ পলিসি নিয়ে সংলাপে অংশ নেবেন। এ সময় ব্যারিস্টার জাইমা রহমানও অংশ নেবেন রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে।

সংবাদ সম্মেলনে সিলেট অঞ্চলে তারেক রহমানের সফরে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান মাহদী আমিন। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নাগরিকদের পৌঁছে দেওয়া হবে।

এ সময় ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে, তা অপপ্রচার বলেও জানান মাহদী আমিন।

এর আগে ২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফর করেন তারেক রহমান।তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। ওই সফরে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট চেয়ে আয়োজিত সভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।

আরও পড়ুন: রোববার চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, অংশ নিবেন চার জেলার সমাবেশে

এদিকে তারেক রহমানের সফর ঘিরে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে। নেতাকে স্বাগত জানাতে তোরণ ও ব্যানারে ছেড়ে গেছে গোটা শহর।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, ‘চট্টগ্রামে তারেক রহমানের আসার বিষয়টা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাচ্ছিলাম। আমরা সেদিকেই যাচ্ছি। সমগ্র চট্টগ্রামবাসী উৎসবমুখর পরিবেশে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, শত বাধার মাঝেও অতীতে বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে। তারেক রহমানকে কেন্দ্র কোরে এবার পলোগ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত থাকবে বলে ধারণা করছেন নেতারা।

 

এ জাতীয় আরও খবর

সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে নিহত ৩০

ঢাকা-১২ আসনে দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাঁই হবে না: সাইফুল হক

নতুন দামে আজ থেকে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত

৪ লাখ ২৫ হাজারেরও বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা প্রমাণ রাখবে: আইজিপি

প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের আমার কোনো রেকর্ড নাই: মির্জা আব্বাস

রুমিন ফারহানার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার উঠেছে: মামুনুল হক

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

পে-স্কেল পরিবর্তন করতে পারবে নির্বাচিত সরকার: বিদ্যুৎ উপদেষ্টা

নির্বাচনী আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি