শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানের সঙ্গে রেখার বিয়ে কেন ভেস্তে যায়?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রেখা ও পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের ‘সম্পর্ক’ নিয়ে এখনো সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন চলছে। তাদের নাকি বিয়ের ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কী কারণে ভেস্তে গেল সেই বিয়ে?

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হঠাৎই শোনা যায়, পাকিস্তানের জেলে বন্দি সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু হয়েছে। নিমিষে ছড়িয়ে পড়ে সেই খবর। পাকিস্তানের আদিয়ালা জেল, যেখানে তিন বছর ধরে কারাবন্দি আছেন ইমরান খান। সেই জেল কর্তৃপক্ষ বিবৃতি প্রকাশ করে ইমরানের স্বাস্থ্যসংক্রান্ত জল্পনাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে রাজনীতিবিদ হিসাবে নয়, ক্রিকেটার হিসেবেই ইমরানের জনপ্রিয়তা বেশি ভারতে। জানা গেছে, ভারতের একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ইমরান খান। যদিও রেখা ও তার ‘সম্পর্ক’ নিয়ে এখনো নেটিজেনদের মাঝে চর্চিত। এককালে বলিপাড়ায় অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গেও ইমরান খানের ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে কম গুঞ্জন হয়নি। সেই সময় অনেকেই বলতেন— মুনমুনকে দারুণ পছন্দ ইমরানের। যদিও এ নিয়ে তারা প্রকাশ্যে কিছু বলেননি।

১৯৮০ সালে রেখার প্রেমে পড়েন ইমরান খান। সেই সময় স্টার নামে একটি সংবাদপত্রের শিরোনাম ছিল— ‘রেখাকে বিয়ে করছেন ইমরান?’ একে ‘নিখুঁত ইয়র্কার’-এর তকমাও দিয়েছিল স্টার। ওই সংবাদপত্রের প্রতিবেদনে আরও দাবি— ১৯৮৫ সালের এপ্রিলের প্রায় গোটা সময়টা বম্বে (বর্তমানে মুম্বাই) কাটিয়েছিলেন ইমরান খান। তার সঙ্গী ছিলেন নাকি রেখা। তাদের কখনো সমুদ্রের ধারে, আবার কখনো ব্যক্তিগত পার্টি কিংবা নৈশক্লাবের মতো নানা জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। দুজনে যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তা তাদের ঘনিষ্ঠতা দেখে অনেকেই অনুমান করেছিলেন।

এদিকে রেখার মা পুষ্পাবলিরও আপত্তি ছিল না সেই সম্পর্কে। ইমরানই যে তার মেয়ের সেরা সঙ্গী হতে পারেন, তেমনই নাকি মনে করতেন পুষ্পাবলি। কিন্তু শেষমেশ সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। কারণ দিল্লিতে রেখার মা এক জ্যোতিষীর কাছে যান। তখনই নাকি বাধা পড়ে বিয়েতে। যদিও এ প্রসঙ্গে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রেখা।

তবে ইমরান খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনেত্রীরা তার জীবনে এসেছেন, আবার চলে গেছেন। তাদের সঙ্গে সংসার পাতার কথা মাথাতেও আনতে চান না।

 

এ জাতীয় আরও খবর

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ ১৪ ডিসেম্বর

সবুজ প্রযুক্তি, পাট ও ওষুধ খাতে বিনিয়োগে আগ্রহী চীন

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি করে হত্যার অভিযোগ

আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন

বাংলাদেশের কারণে কাঁদছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা

আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণের শুরু হবে : প্রেস সচিব

আমাদের দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় : ফখরুল

এক সপ্তাহে ব্রয়লারের দাম বাড়ল ২০ টাকা, মাঝারি ইলিশ ১৫০০

ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো : জামায়াত আমির

পাবনায় বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতের এমপি প্রার্থীসহ আহত শতাধিক