ঈদের দিন গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৬৪
আন্তর্জাতিক ডেস্ক : ঈদুল ফিতরের দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। এছাড়া চিকিৎসকসহ নিখোঁজ ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ মার্চ) ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে জানায় আল-জাজিরা।
গাজায় চলমান যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে প্রায় ১৭ হাজার ৫০০ শিশু নিহত হয়েছে। এদের বেশিরভাগই নির্বিচারে বোমা হামলায় মারা গেছে।
গাজায় চলমান সংঘাতের মধ্যে হাজার হাজার এতিম শিশু শোকাবহ ঈদ কাটাচ্ছে। তাদের অনেকেই বাবা-মাকে হারিয়েছে।
এদিকে, দক্ষিণ গাজার রাফাহর কাছে ইসরায়েলি গুলিতে নিহত আট চিকিৎসক, পাঁচজন বেসামরিক প্রতিরক্ষাকর্মী এবং একজন জাতিসংঘকর্মীর মরদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৫০ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজারের বেশি।
গাজার সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা কয়েক হাজার মানুষকে মৃত ধরা হয়েছে।
এ ছাড়া বাস্তুচ্যূত হয়েছে গাজার ২০ লাখের বেশি বাসিন্দার অধিকাংশ।