শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা

news-image

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আজ মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১ টায় জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগদান করেছেন। টিম হোটেলে তাকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এই সময় জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সহ ফেডারেশনের আরো অনেক কর্মকর্তা ছিলেন।

আজ রাত পৌনে নয়টায় সিলেট থেকে ফ্লাইটে রাত সাড়ে নয়টায় ঢাকা বিমানবন্দরে পৌছান। সিলেটের মতো ঢাকা বিমানবন্দরেও হামজাকে পেয়ে অনেকে ঘিরে ধরে। হামজা অনেকের সঙ্গেই ছবি তুলেছেন। বিমানবন্দরে একটু বিলম্ব হওয়ায় টিম হোটেলে আসতে খানিকটা দেরি হয়।

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর জন্য অপেক্ষা ছিল সবার। প্রথমবার তিনি নিজের শিকড়ে ফিরেছেন বাংলাদেশের ফুটবলার পরিচয়ে। সাধারণ মানুষ থেকে গণমাধ্যমকর্মী, প্রত্যেকের আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশের এই তারকা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষ ফুটবল লিগে খেলেছেন হামজা দেওয়ান চৌধুরি। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাংলাদেশের জার্সিতে খেলবেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশে এসেছেন। তাই সিলেট ও হবিগঞ্জ দুই জায়গায় হামজাকে দেখতে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল। এত মানুষের জমায়েত বেশ উপভোগ করেছেন হামজা,‌ ‘আমি বাবার সঙ্গে মাতছি (আলোচনা করেছি)। খুব ভালো লাগছে।’

হামজা চৌধুরি বাংলাদেশে কত নম্বর জার্সি পড়ে খেলবেন? এ নিয়ে ফুটবলাঙ্গনে চলছে আলোচনা। আজ হামজার বাড়িতে সাংবাদিকরা সরাসরি তাকে এ নিয়ে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, ‘৮ নম্বর।’ হামজা মিডফিল্ড ও রক্ষণ দুই পজিশনেই খেলতে পারেন। বাংলাদেশ দলে কোন পজিশনে খেলবেন সেটাও জানিয়েছেন, ‘মিডফিল্ড পছন্দ করি।’

হাজার হাজার মানুষ হামজাকে দেখতে সশরীরে এসেছেন। এর বাইরে সামাজিক মাধ্যমে তাকে অনুসরণ করছেন লাখ লাখ ফুটবলপ্রেমী। ভক্তদের এত প্রত্যাশা অনেক সময় ক্রীড়াবিদদের চাপ হিসেবে কাজ করে। তবে হামজা এতে মোটেও চাপ অনুভব করছেন না,‌ ‘মোটেও চাপ লাগছে না। জনগণ আসছে ভালোবাসা প্রদর্শন করছে। এটা চাপ নয় ভালো খেলার অনুপ্রেরণা।’

বাংলাদেশে হামজার অসংখ্য ভক্ত রয়েছে। তাকে সবাই কাছ থেকে দেখতে পারেননি। তাদের সঙ্গে জুনে সাক্ষাত করতে চান, এ তারকা তিনি বলেন, ‘আমি আবার জুনে আসব। তখন আবার সাক্ষাৎ হবে।’

এ জাতীয় আরও খবর

ভারতীয় ৫০ সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

পঞ্চগড় থেকে যমুনার পথে আসছি : সারজিস

আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলা, একজন প্রত্যাহারসহ বরখাস্ত ২ পুলিশ কর্মকর্তা

জম্মু-কাশ্মির-পাঞ্জাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

জম্মুতে পাকিস্তানের হামলা, ধর্মশালায় বন্ধ হলো আইপিএলের ম্যাচ

মধ্যরাতে আইভীর বাসায় অভিযান, অবরুদ্ধ পুলিশ

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন

জুলাই ফাউন্ডেশনে নতুন সিইও, শহীদের বাবা বললেন ‘মানি না’

নিষিদ্ধ হতে যাচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

নাহিদের নেতৃত্বে যমুনার সামনে এনসিপির কেন্দ্রীয় নেতারা