সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বামপন্থিদের গণমিছিল স্থগিত, সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কড়া নিরাপত্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন বামপন্থি সংগঠনের নেতারা।

শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার পরে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ- বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ খেতমজুর সমিতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র-টিইউসির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সমাবেশে যোগদান করেন।

আছিয়াসহ দেশের সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দ্রুত অপসারণের দাবিতে শনিবার রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছিল বামপন্থি বিভিন্ন সংগঠন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে কেবল বিক্ষোভ সমাবেশ করে তারা ফিরে গেছে তারা।

সমাবেশ শেষে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘আমাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। শুক্রবার থেকে গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে, আমরা যেন এই কর্মসূচি সংক্ষিপ্ত করি কিংবা পালন না করি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের গণমিছিল হওয়ার কথা ছিল শহিদ মিনার থেকে টিএসসি পর্যন্ত। সেই গণমিছিল স্থগিত করে এখানেই সমাপ্ত করছি।’

পরে সমাবেশের ঘোষণায় তিনি বলেন, ‘অবিলম্বে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগ আমল থেকে এই অন্তর্বর্তী সরকারকালীন সময় পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার করতে হবে। আমরা আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব।’

সমাবেশের শুরুতে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন, ‘সরকার মুখে অভ্যুত্থানের চেতনার কথা বললেও কার্যত তার কোন ফলাফল দেশবাসী দেখতে পাচ্ছে না। বরং দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সরকারের চূড়ান্ত ব্যর্থতা প্রতীয়মান হয়েছে।’

সমাবেশে ৭ দফা দাবি উত্থাপন করেন রায়হান উদ্দিন। দাবিগুলো হচ্ছে- আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করতে হবে; ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে; জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে; মসজিদ, মন্দির ও মাজারে হামলাকারী মব সন্ত্রাসীদের বিচার করতে হবে; চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ও যৌথ বাহিনী দ্বারা শ্রমিক হত্যার বিচার করতে হবে; সাগর-রুনি, তনু, আফসানা, মুনিয়াসহ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলে সংগঠিত হত্যার বিচার করতে হবে এবং হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও লুটপাটের বিচার করতে হবে।

সিপিবির কার্যালয়ে কড়া পাহাড়া
বামপন্থিদের এই সমাবেশ ঘিরে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ব্লগার ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ফেইসবুকে স্ট্যাটাস দেন গত শুক্রবার। তিনি লিখেন, ‘আমরা আগামীকাল গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে সকাল সাড়ে দশটায় পুরানা পল্টনে সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও করবো এবং গত ১৫ বছর হাসিনার দালালির এবং গণজাগরণ মঞ্চে অংশগ্রহণের জন্য গণজবাবদিহিতা চাইবো। আগামীকাল পুরোনো পল্টন সিপিবি অফিসকে আমরা বিপ্লবী ছাত্র-জনতার অভ্যুত্থানের কার্যালয় বানাবো।’

শনিবার সকাল থেকে সিপিবি কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়। মুক্তিভবন দখলের ঘোষণার প্রেক্ষিতে সিপিবির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এছাড়াও সেনাবাহিনীর টহল দলকেও মুক্তিভবনের কাছাকাছি সতর্ক অবস্থানে দেখা যায়।

সকালে মাগুরার ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়ে কালো পতাকা উত্তোলন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার রাজধানীর পুরান পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। কালো পতাকা উত্তোলন ছাড়াও আজ বেলা ৪টায় শোক মিছিলের ডাক দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, ‘কে কী বলল তা নিয়ে আমরা ভাবছি না৷ আমরা আমাদের ঘোষিত কর্মসূচি নিয়ে ভাবছি৷ বাকিরা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।’ দুপুর দেড়টার পরে সিপিবি কার্যালয়ে গিয়ে দেখা গেছে, সেখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তবে আতঙ্কের পরিবেশ নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

সৃজিতের জীবনে নতুন নারী!

‘এ কে ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি!

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

আমাদের কিছুটা সময় লাগবেই: হেড কোচ সিমন্স

আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন, পাঠানো হলো ফরেনসিক ল্যাবে

ইরানে বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের পরবর্তী শুনানি ১৮ মে

কানাডায় ফিলিপিনো উৎসবে জনতার ওপর তুলে দিল গাড়ি, বহু হতাহত

সাবেক এনআইডি ডিজি সাহেল উদ্দিনের এনআইডি ব্লকের নির্দেশ