গাজা পরিকল্পনা থেকে সরে আসায় ট্রাম্পকে হামাসের সাধুবাদ
আন্তজার্তিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার এই অবস্থানকে স্বাগত জানিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস।
কয়েকদিন আগেই গাজার ২০ লাখের বেশি বাসিন্দাকে পাকাপাকিভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন ট্রাম্প। এরপর গতকাল বুধবার ট্রাম্প বলেন, ‘গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে কেউ সরিয়ে নেবে না।’ এরপরই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি প্রকাশ করে হামাস।
বিবৃতিতে তারা জানায়., ‘যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গাজা উপত্যকার জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার প্রতিনিধিত্ব করে, তাহলে তাদের স্বাগত জানানো হবে।’
ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছে মিসরও। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘গাজায় মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইতিবাচক ভূমিকা রাখবে।’