বন্যাকবলিত মালয়েশিয়ায় ত্রাণ পাঠালো পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যাকবলিত মালয়েশিয়ায় ত্রাণসামগ্রীর প্রথম চালান পাঠিয়েছে। রোববার (৮ ডিসেম্বর) পাকিস্তানের রাষ্ট্রীয় রেডিওর বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে টানা ভারী বৃষ্টির কারণে গত সপ্তাহে বন্যা দেখা দেয়। এতে এক লাখ ২২ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন।
২০১৪ সালের চেয়েও এবারের বন্যায় দেশটিতে বেশি মানুষ ঘরবাড়ি ছাড়ে। কারণ তখন এক লাখ ১৮ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।
তেরেঙ্গানুতে প্রায় ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। অন্য সাতটি রাজ্য থেকে
বাকিদের সরিয়ে নেওয়া হয়।
রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রানসামগ্রীর চালানটি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে একটি চার্টার্ড প্লেনের মাধ্যমে পাঠানো হয়েছে।
চালানটিতে মালয়েশিয়ায় বন্যার্তদের জন্য তাঁবু, কম্বল, কুইল্ট, স্লিপিং ব্যাগ, ম্যাট ও লাইফ জ্যাকেটের মতো প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। যার মোট ওজন ৪০ টন।
সূত্র: ডন