মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে প্রবাসী  আয়ের ‘ইতালি গ্রাম’ 

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে মানিকপুরে রয়েছে ‘ইতালি গ্রাম’ নামে অভিজাত এক পল্লী অঞ্চল। মানিকপুর ইউনিয়নের মধ্যে ভবনাথপুর, বাহেরচর, কল্যাণপুর, মানিকপুর, উলুকান্দি, মায়ারামপুর, দোয়ানী, চারানী, কাপাসকান্দি নামে ৮টি গ্রামে বাস করে প্রায় ১০ হাজার মানুষ। শিক্ষার হার যেমন তেমনএই আট গ্রামে রয়েছে  ৩ শতাধিক ইতালি প্রবাসী বাঞ্ছারামপুরের মানুষ। যারা মাথার ঘাম পায়ে ফেলে প্রতি মাসে প্রায় ৫ কোটি টাকার রেমিট্যান্স (প্রবাসী আয়) বাংলাদেশ পাঠাচ্ছেন। এই গ্রামের জীবনমান, যাতায়াত ব্যবস্থা, মৌলিক চাহিদাগুলো মেটান বেশ উন্নত মানে। মানিকপুরে রয়েছে একটি কলেজ,একটি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও। এই ইউনিয়নে বেকার নেই বললেই চলে।
প্রতিটি পাড়া-মহল্লায় রয়েছে ব্যয়বহুল সুদৃশ্য  দালানকোঠা বা ডুপ্লেক্স বাড়ি।
বাঞ্ছারামপুর উপজেলার স্থানীয় তফসিলী ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা, কৃষি এবং বেসরকারি ইসলামী, ইউসিবি, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়াসহ বিভিন্ন এনজিও সংস্থার আইএমই পদ্ধতিতে পাঠানো কী পরিমাণ বৈদেশিক রেমিট্যান্স আসে- এ নিয়ে কথা বললে উল্লিখিত ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে। তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ১৩৩১টি গ্রাম।বাঞ্ছারামপুর উপজেলায় রয়েছে ১২৮ টি গ্রাম ও ১৩টি ইউনিয়ন।  বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। টাকার অঙ্কে যা ৫ কোটির কাছাকাছি। অর্থাৎ বছরে ৬০ কোটি টাকা।
এ প্রসঙ্গে ভবনাথপুর গ্রামের স্থানীয় অধিবাসী, বাংলাদেশ,ইতালি ও ব্রিটিশ পাসপোর্টের অধিকারী, ইউকে বিএনপির সহসভাপতি মো. আবু নোমান বলেন, ‘‘আমি এই ইতালি গ্রামে জন্ম নিয়ে গর্বিত। এটা কতটা আনন্দের তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তিনি বলেন, ‘সেই ১৯৯০ সালের পর থেকে আমি, আলহাজ্ব করিম, বাকিউল ইসলাম বাক্কি, নজরুল, আলম, শাহ জাহান, ছগির, মজিবুর প্রমুখ ইতালি গিয়ে একে একে আত্মীয়স্বজনদের ইতালিতে নেওয়া শুরু করি। পর্যায়ক্রমে দেখা যায়, প্রায় ২ থেকে ২শত পঞ্চাশ জনের উপরে মানুষ ইতালি প্রবাসি হয়ে গেছেন।’
মানিকপুর ইউনিয়নের বাসিন্দা কাজী খলিলুর রহমান জানান, ‘আমার এলাকায় শান্তিপ্রিয় ছোট ছোট ৮টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে ভবনাথপুর, মানিকপুর তথা ইতালি গ্রাম। মানুষ এই গ্রামের প্রায় ঘরে ঘরে ইতালি প্রবাসী থাকায় জনগণ এই ইউনিয়নটিকে ভালোবেসে নাম দিয়েছে ইতালি গ্রাম।’
আরেক বাসিন্দা মহিউদ্দিন মিয়া বলেন, ‘আমার ভালো লাগে যখন ঢাকা থেকে প্রায়ই এই গাঁয়ে বেড়াতে এসে দেখি স্থানীয় জনগণের মধ্যে কোনো অভাব-অভিযোগ নেই। হয়তো খোঁজ নিলে জানা যাবে, বাংলাদেশের সমস্ত গ্রামের মধ্যে আমার মানিকপুর ইউনিয়নের ‘ইতালি গ্রাম’ নামে খ্যাত এই ৮টি গ্রামের জনগণ বিদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাঠাচ্ছে। বিদেশে শরীরের রক্ত পানি করে নিয়মিত সেই টাকা দেশে পাঠাচ্ছে। এতে দেশ-জাতি উপকৃত হচ্ছে।’
ইতালি গ্রামের আ.নোমানকে সবাই চেনেন ‘ইতালি নোমান’ নামে।
তিনি আধুনিক তথ্যপ্রযুক্তির পরিসর হোয়াটস্অ্যাপের মাধ্যমে গত বুধবার রাতে বলেন, ‘যদি পারতাম এলাকার সবাইকে ইতালি-লন্ডনে এনে এ দেশে কাজ করে সে টাকা বাংলাদেশে পাঠাতাম। কাউকে বেকার থাকতে দিতাম না। আমার মাধ্যমে এই যাবত এই পর্যন্ত বহু জন ইতালি গ্রাম খ্যাত মানিকপুর ও পাশ্ববর্তী ভবনাথপুর ও বাঞ্ছারামপুরের লোকজন ইতালি এসে বিভিন্ন শহরে ভালোভাবে কাজ করছেন।তবে,পাল্লা দিয়ে পার্শ্ববর্তী উজানচর,দরিকান্দি ইউপি ও সদর পৌরসভা থেকেও ইতালিতে প্রবাসী হওয়ার সংখ্যা বাড়ছে।

এ জাতীয় আরও খবর

ডিমের বাজার অস্থির করপোরেট তেলেসমাতিতে

চলতি মাসেই সর্বজনীন পেনশনের হিসাবে জমা হবে মুনাফা

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ বিচারকের সমন্বয়ে আইসিটি পুনর্গঠন, এ মাসেই বিচার কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

পলিথিন নিষিদ্ধে ২০৩০ সাল পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

‘আগের চেয়ে ভালো’ বিপিএলের প্রতিশ্রুতি ফারুকের

এইচএসসির ফল: যেভাবে পাবেন নম্বরসহ মার্কশিট

ঘরে বসেই রিচার্জ করা যাবে এমআরটি পাস

ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ