শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মণিপুর রাজ্যে সহিংসতাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সীমান্তে কাঁটাতারের বেড়া বসাচ্ছে ভারত।পুরো ১৬৪৩ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে এই বেড়া বসবে।গতকাল বুধবার এক নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই।

প্রতিবেদেনে বলা হয়, ইতোমধ্যেই মিয়ানমার সীমান্তের ৩০ কিলোমিটার অঞ্চল কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ভারত ও মিয়ানমারের পুরো সীমান্তকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হবে। সেই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। এতে ব্যয় হবে ৩১ হাজার কোটি রুপি।

গত প্রায় দেড় বছর ধরে অস্থিতিশীল অবস্থায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সাম্প্রতিক সহিংসতায় রাজ্যটিতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। মণিপুর ছাড়াও মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত রয়েছে। এর মধ্যে মিয়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশের ৫২০ কিলোমিটার, নাগাল্যাণ্ডের ২১৫ কিলোমিটার, মনিপুরের ৩৯৮ কিলোমিটার এবং মিজোরামের ৫১০ কিলোমিটার সীমান্ত রয়েছে।