এখনো দেড় কিলোমিটারের মধ্যে কেএনএফ সদস্যদের অবস্থান
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচি থানার এক থেকে দেড় কিলোমিটারে মধ্যে বিভিন্ন পাড়ায় এখনো অবস্থান করছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারী সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ওসি জসীম উদ্দিন।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে এ কথা জানান তিনি। বৃহস্পতিবার রাত ১টার দিকে থানচিতে পুলিশ ও বিজিবির সদস্যদের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারী সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এরপর থেকে ওই এলাকায় অস্ত্রসহ পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। জোরদার করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।