শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবাহীন বড় হচ্ছে এসব নায়িকার সন্তান

news-image

বিনোদন প্রতিবেদক : নিজের কষ্টটা প্রকাশ করার মতো ভাষা নেই মুখে। তবুও শিশুদের ছলছল চোখ বুঝিয়ে দেয়—ভাষা না থাকলেও বড়দের তুলনায় তার দুঃখটা কেনো অংশে কম নয়। একপাশে মা, এক পাশে বাবা—একটি শিশুর জন্য এর চেয়ে নিরাপদ আশ্রয় আর কী হতে পারে। তবে অঙ্কুরিত হওয়ার আগেই মারা যাওয়া গাছটির মতো কিছু শিশু জন্মের পরপরই হয় বাবা-মায়ের দাম্পত্য কলহের বলী। আপন দুটি মানুষের মাঝখানে শুয়ে শান্তির ঘুমের সুযোগ চিরতরে হারিয়ে ফেলে শিশুটি। সব শ্রেণিতে কমবেশি ডিভোর্স ঘটলেও শোবিজেরগুলো চাউর হয় বেশি। ঢালিউডে বাবা-মায়ের দাম্পত্য কলহের খেসারতও দিচ্ছে কিছু স্টার কিড। তাদের নিয়েই এই গল্প।

সমাজের অন্য শিশুদের মতো নিয়মিত বাবার স্নেহ পাচ্ছে না—এমন দুটি শিশু হলো আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের মা আলাদা হলেও বাবা একজনই। গড়পরতা নায়ক নয়, খোদ সুপারস্টার শাকিব খানের ছেলে ওরা। অর্থবিত্ত কিংবা খ্যাতি, কোনো কিছুরই কমতি নেই। কমতি শুধু একটি জায়গায়- চাইলেই বাবা-মায়ের আঙুল দুহাতের তালুতে বন্দি করে পথহাঁটা হয় না ওদের। জন্মদিনে কিংবা বিশেষ কোনোদিনে হয়তো কেক কাটতে বাবা-মা একসঙ্গে হন। তবে মাঝেমধ্যে সেই সুখটুকুও জোটে না। অপু বিশ্বাসের সন্তান আব্রামের প্রথম জন্মদিনেই কেক কাটতে হাজির হননি শিশুটির বাবা শাকিব। প্রথম ছেলের প্রথম জন্মদিনে সুপারস্টারের এমন অনুপস্থিতি আহত করেছিল ভক্তদের হৃদয়।

২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। কিন্তু বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০১৭ সালে। মধ্যখানে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে আব্রাম খান জয়। তবে ছেলের মুখে ভালোভাবে বোল ফোটার আগেই ২০১৮ সালে এই দম্পতির বিচ্ছেদের খবর আসে। অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। এই দম্পতির ঘরে শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ। কিন্তু গতবছরই বুবলীর সঙ্গে সম্পর্কে ছেদ ঘটান শাকিব। অপুর সন্তান আব্রামের ভাগ্যই বরণ করে নিতে হয় বুবলীর সন্তান বীরকে।

ঢাকাই সিনেমার আরেক নায়িকা পরীমণির সন্তান রাজ্যও বাবা-মায়ের দাম্পত্য কলহের খেসারত দিয়ে চলেছে। শিশুটির প্রতি তার বাবা শরিফুল রাজের অবহেলার অভিযোগ রয়েছে নেটিজেনদের পক্ষ থেকে। এমনকি এ নিয়ে রাজকে তুলাধোনা করেছেন নেটিজেনদের একাংশ। নায়িকা পরীমণি একেরপর এক বিয়ে বন্ধনে আবদ্ধ হলেও মা হয়েছেন কেবল শরিফুল রাজের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার পর।

২০২১ সালে ১৭ অক্টোবর বিয়ে হয় রাজ-পরীর। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে জন্ম নেয় সন্তান রাজ্য। কিন্তু এখানেও ঘটল একই ঘটনা। ছেলের বয়স এক বছর হতে না হতেই নানা কলহ ও অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরী। ফলে পিতার স্নেহ বঞ্চিত হয় এই দম্পতির সন্তান রাজ্য। এমনকি একটি নির্দিষ্ট নাম পেতেও বেগ পোহাতে হয়েছে শিশুটিকে। রাজের সঙ্গে মিলিয়ে রাখা নাম রাজ্য বাদ দিয়ে দিয়ে ছেলেকে কখনো পুণ্য, কখনোবা পদ্ম নামে ডাকতে শুরু করেন পরীমণি। ছেলের অসুস্থতার সময়ও রাজ কোনো খোঁজ নেননি বলে অভিযোগও করেছেন পরী।

সম্প্রতি বাবা-মায়ের দাম্পত্য কলহের মধ্যেই উদযাপিত হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলে ফারিশের জন্মদিন। শিশুটির বাবা রকিব সরকার অবশ্য তার আগের সংসারের সন্তানদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জন্মদিনে মায়ের কাছ থেকে দামি গাড়িও উপহার পেয়েছে ফারিশ। কিন্তু এই বয়স থেকেই বাবা-মায়ের যৌথ আদরের অর্ধেকটা হারিয়েছে এই নায়িকাপুত্র।

আব্রাম, বীর, রাজ্য ও ফারিশ ছাড়াও বাবার আদর ছাড়া বেড়ে উঠছে অভিনেত্রী সোহানা সাবার ছেলে। এসব শিশুদের মায়ের আদরের কোনো কমতি নেই। বাবারাও দূর থেকে ভালোবাসেন। কিন্তু দূরের মমতা তো আর কাছের মমতার মতো পুষ্টিকর নয়।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩