বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোলাররা রান দিলে স্থির থাকার পরামর্শ শান্তর

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ হেরেছেন নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার চট্টগ্রামে ওয়ানডে চ্যালেঞ্জ তার সামনে। সাকিব-তামিমবিহীন এই সিরিজে দলের সকলের কাছে সেরাটা চাইলেন বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার। চট্টগ্রামের উইকেট সাধারণত রান প্রসবা হয়। যেটি মাথায় রেখে বোলাররা রান দিলে স্থির থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে খেলতে নামবে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, ‘বোলারদের সামনে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। জিনিসটার সঙ্গে কীভাবে মানিয়ে নিচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। বোলাররা এরকম উইকেটে মার খেলে সবার একটু স্থির থাকা জরুরি। আমরা অনেক সময় না বুঝে অনেক কথা বলি। প্রত্যেকের কন্ডিশনটা বুঝে কথা বলা উচিত। দল হিসেবে কত রান দিলে জিততে পারবো এটা গুরুত্বপূর্ণ। বোলিং ইউনিট হিসেবে কেমন করছে সেটা গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল শান্তর অধীনে ওই সিরিজে ভালো করেছে টাইগাররা। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে জয়ের কীর্তি গড়েছে। সৌম্য সরকার ক্যামিও একটা ইনিংস খেলেন ওই সফরে। শান্তর মনে হয়েছে, ওই সিরিজে দলের সকলে এক হয়ে যেকোন পরিস্থিতিতে ম্যাচ জিততে চেয়েছে। ওই মানসিকতা শ্রীলঙ্কা সিরিজেও চাও তিনি।

বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার শান্ত বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে দল হিসেবে খেলছি কিনা। আমার মনে হয়েছে, নিউজিল্যান্ডে আমরা দল হিসেবে খেলেতে চেয়েছি, প্রত্যেকটা ম্যাচ যেকোন পরিস্থিতিতে জিততে চেয়েছি। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত এটাই আমাদের লক্ষ্য থাকবে। দল হিসেবে আমরা কত ভালো ক্রিকেট খেলছি, একে অপরকে কত সাপোর্ট করছি। পরবর্তী সাড়ে তিন-চার বছরে আমরা কতটা একসঙ্গে আছি এটা গুরুত্বপূর্ণ।’