মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার সমর্থক ছয় দলের নতুন জোট

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার সমর্থক হিসেবে পরিচিত ছয়টি রাজনৈতিক দল ‘লিবারেল ইসলামিক জোট’ গঠন করেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জোটের আত্মপ্রকাশ হয়। জোটটির নেতৃত্বে রয়েছে নানা আলোচনার জন্ম দিয়ে সম্প্রতি নির্বাচনের কমিশনের নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

জোটের বাকি শরিকরা হলো ইসলামী ঐক্যজোটের একাংশ, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)। বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নতুন জোটের চেয়ারম্যান হয়েছেন। তিনি আওয়ামী লীগ জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির আত্মীয়।

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী হয়েছেন জোটের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র। তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের দায়িত্বে রয়েছেন। সরকারের সমর্থক হিসেবে পরিচিত তাঁর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট। বাকি শরিক দলের প্রধানদের জোটের কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন জোটের নেতারা সরকারের সুরে ড. মুহাম্মদ ইউনুসের সমালোচনা করেন। তাঁর পক্ষ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিবৃতিদাতা ব্যক্তি এবং নোবেল জয়ীদের নিন্দা করেন। আগামী নির্বাচন সুষ্ঠু করতে বিদেশিদের তৎপরতার সমালোচনা করেন।

মিছবাহুর রহমান চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ড. ইউনুসের পক্ষে হিলারি ক্লিনটনের বিবৃতি প্রত্যাখ্যান করছি। তাঁর বিবৃতি বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ, মজলুম জনগোষ্ঠীর ন্যায়বিচার ও অভ্যন্তরীণ বিষয়ের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।

তিনি বলেন, নবগঠিত জোট শুধু নির্বাচনী নয় বরং মুক্তিযুদ্ধের পক্ষে সমমনা উদারপন্থীদের জোট। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। তবে তত্ত্বাবধায়ক সরকার চাই না। সব রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, লিবারেল ইসলামিক জোট সব আসনে প্রার্থী দেবে। আমরা চাই বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক।

সৈয়দ সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ আলম নূরী আল সুরেশ্বরী, বিজেডি চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, কেএসপি চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরী, ন্যাপ ভাসানী চেয়ারম্যান হাসরত খান ভাসানী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অধ্যাদেশ জারি: বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পরিবহন খাতের মাফিয়া ছিল শাজাহান খান গং

চাঁদা ও দখলবাজি রোধে হিমশিম খাচ্ছে বিএনপি

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন

সহিংসতায় উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

হাত ধোয়ার জন্য ফের ২০ কোটি টাকা আবদার!

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

এইচএসসির ফল কবে জানে না বোর্ড, প্রস্তাবনার অনুমোদনও মেলেনি