রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শান্তর পর মুশফিকেরও বিদায়

news-image

ক্রীড়া প্রতিবেদক : ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখলেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। চলতি সিরিজে দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার দিনে অবশ্য ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি শান্ত। ৫৩ রানে থাকা অবস্থায় রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন এই টপ অর্ডার ব্যাটার।

আউট হওয়ার আগে আরেক অভিজ্ঞ সেনানী মুশফিকের সঙ্গে ৯৮ রানের দুর্দান্ত এক পার্টনারশীপ গড়েছিলেন। এদিকে, শান্ত আউট হয়ে ফিরে যাওয়ার দুই বল পর ফিফটি পেয়েছেন মুশফিক। ওয়ানডেতে এটি তার ৪৩তম ফিফটি। সাত ইনিংস পর ওয়ানডেতে ফিফটির দেখা পেলেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৪ বল মোকাবিলায় ৬৭ রানে ব্যাট করছেন মুশফিক। ব্যক্তিগত ১২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার (০৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস। ইংলিশ পেসার স্যাম কারানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে টানা দ্বিতীয় ইনিংসে ‘গোল্ডেন ডাক’ হয়ে ফিরলেন উইকেটকিপার এই ব্যাটার।

এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানে থাকা অবস্থায় কারানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম।