সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এডিপির ৫০ হাজার কোটি টাকা খরচে লাগাম

news-image

নিউজ ডেস্ক : অর্থসংকটের কারণে কৃচ্ছ্রসাধনের পথে হাঁটার প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে। সাত মাসে মন্ত্রণালয়গুলোর উন্নয়নকাজ বাস্তবায়নের হার গত এক যুগে সর্বনিম্নে নেমেছে। এতে কাগজে কলমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির ১৮ হাজার ৫০০ কোটি টাকা কাটছাঁট করা হচ্ছে। তবে নানা বিধিনিষেধের কারণে আড়াই লাখ কোটি টাকার এডিপি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা খরচে লাগাম টানা হচ্ছে।

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।

কমিশন সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে মূল এডিপির আকার ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। এখন দেশীয় অর্থায়নের (জিওবি) অংশ কমছে না। তবে প্রকল্প সাহায্য অংশ ৯৩ হাজার কোটি থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমছে। সব মিলিয়ে সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকা।

পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এডিপির আকার আরও কমতে পারত। কিন্তু সরকার আকার কম দেখাতে চাইছে না। এ জন্য দেশীয় অংশ কমানো হয়নি। তাই চাহিদার বেশি বরাদ্দ রাখা হচ্ছে। অন্য সময় মন্ত্রণালয়গুলোর প্রচুর চাহিদার বিপরীতে কাকে কত টাকা দেওয়া যাবে, তা ঠিক করতে পরিকল্পনা কমিশনের বেগ পেতে হতো। এবার ঠিক এর উল্টো। তা ছাড়া অর্ধেক প্রকল্পেই ২৫ শতাংশ খরচে লাগাম টানা হচ্ছে।

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মন্ত্রণালয়গুলোর চাহিদার পরিপ্রেক্ষিতেই সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে এবারের এডিপিতে বৈদেশিক অর্থায়নের অংশে বড় কাটছাঁট হচ্ছে।

ডলার সংকটসহ নানা কারণে অর্থবছরের শুরুতেই খরচ কমানোর উদ্যোগ নেয় সরকার। প্রকল্পের গাড়ি কেনা, সরকারি টাকায় বিদেশে প্রশিক্ষণ বন্ধ, গাড়ির জ্বালানি তেল-এসির ব্যবহার, কম্পিউটারসহ অফিস সরঞ্জামে খরচ সীমিত করার নির্দেশনা আসে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোকে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ শ্রেণিতে ভাগ করা হয়। ‘এ’ শ্রেণির প্রকল্পের পুরো টাকা খরচের সুযোগ দেওয়া হলেও ‘বি’ শ্রেণির ৬৬৪টি প্রকল্পের বরাদ্দের দেশীয় অর্থায়নের ২৫ শতাংশ এবং ‘সি’ শ্রেণির ৮১ প্রকল্পে পুরো বরাদ্দ কেড়ে নেওয়া হয়। সব মিলিয়ে এডিপির প্রায় ৩০ থেকে হাজার কোটি টাকায় লাগাম টানা হয়। অর্থাৎ বিদেশি উৎসের ১৮ হাজার ৫০০ কোটির সঙ্গে দেশি উৎসের ৩০ হাজার মিলে উন্নয়ন বাজেটের মোট প্রায় ৫০ হাজার কোটি খরচ করতে পারবে না মন্ত্রণালয়গুলো।

চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে ৭২ হাজার ৯০ কোটি টাকা বা ২৮ দশমিক ১৬ শতাংশ। বাস্তবায়নের এ হার গত এক দশকে সর্বনিম্ন।

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি