শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জীবনে প্রেম এসেছিল, ভালো মানুষ আসেনি: পল্লবী

news-image

অনলাইন ডেস্ক : জীবনে প্রেম এলেও ভালো মানুষ আসেনি বলে জানিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। তিনি বলেন, ‘প্রেমে পড়েছি। কিন্তু সেটা সঠিক সিদ্ধান্ত ছিল না। কারণ সেই মানুষটা ভালো ছিল না। যখন প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছি তখন হয়েছিল। এখন আমি জীবনে শান্তি চাই। এমন একজনকে চাই যার মধ্যে নিজের বাবাকে খুঁজে পাব।’

২০১৬ সালে ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে ঝড় তোলেন পল্লবী। এর আগে ২০১২ সালে ‘নদের নিমাই’ সিরিয়ালে অভিনয় করেন তিনি। তখন থেকেই তার অভিনয় জগতে আসা। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে পর্ণা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পল্লবী জানান, অভিনয় জগতের পথটা বন্ধুর ছিল না। কিন্তু ব্যক্তিগত জীবনে তার অনেক উঠা-নামা আছে। তিনি যখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ছাত্রী তখন তার মা ব্রেন টিউমারে মারা যান। পল্লবীর বাবার একার পক্ষে মেয়েকে বড় করা সম্ভব ছিল না। তিনি ফুপুর বাড়িতেই মানুষ। এর মধ্যে পল্লবী যখন দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষা দেবেন তার ঠিক আগের দিন বাবাকেও হারান। আচমকা হার্ট অ্যাটাকে মারা যান তার বাবা। ফুপুর সন্তান না থাকায় তাকে নিজের সন্তানের মতো করেই মানুষ করেছেন বলে উল্লেখ করেন তিনি। তবে তার সেই ফুপুও মারা গেছেন বছর দুই তিনেক আগে।

পল্লবী আফসোস করে বলেন, ‘সবার মা-বাবা পরীক্ষার সময় ডাবের পানি খাওয়াচ্ছে, খাবার খাওয়াচ্ছে। তখন আমি হবিষ্যি খেতাম। সে এক অদ্ভুত সময় গিয়েছে। তবে ‘কে আপন কে পর’ সিরিয়ালের পর আমায় আর ফিরে তাকাতে হয়নি। নিজের ফ্ল্যাট কিনে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি একার সংসার।’

তিনি বলেন, ‘আমায় পেশাদারি কোনো সংগ্রামের মুখোমুখি হতে হয়নি। তবে ব্যক্তিগত সমস্যা সামলানো বেশি কঠিন। আমি ইন্ডাস্ট্রিতে কখনো কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হইনি।’

এখনো সিঙ্গেল জানিয়ে পল্লবী বলেন, ‘আমি আসলে খুব সহজে প্রেমে পড়ি না। তবে প্রেমে পড়েছি, মানুষটা ভালো ছিল না।’

 

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের