মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে বললেন সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে আবারও নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সড়কে বা রাজপথে শক্তি প্রদর্শন আর ভোট এক জিনিস নয়। টেবিলে বসে আলোচনা করতে হবে। সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন,‘আমরা খুশি হব, যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে। কারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে গণতান্ত্রিক চর্চা ঠিকমতো হবে না। আমরা চাই, নির্বাচনে প্রতিটি দল সক্রিয়ভাবে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক। তাই রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানাচ্ছি।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,‘আপনারা ২৭ ডিসেম্বর নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক দায়িত্ব পালন করবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আশ্বস্ত করছি, ভোটাধিকার প্রয়োগে স্বাধীনভাবে ভোট প্রদানে কোনো অন্তরায় যে কেউ সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন,‘আজ তিন ঘণ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে করার জন্য দীর্ঘ আলোচনা করেছি। আমরা আশ্বস্ত হয়েছি, তারা সর্বাত্মকভাবে সহায়তা করবেন।’

আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অব.আহসান হাবিব, জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মীনা, রিটার্নিং কর্মকর্তা যুগ্ম সচিব আবদুল বাতেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে : সিইসি

আজিজের ওপর নিষেধাজ্ঞা ভিসানীতির অধীনে নয় : পররাষ্ট্রমন্ত্রী

মাঝ আকাশেই সিঙ্গাপুরগামী বিমানে প্রবল ঝাঁকুনি, নিহত ১

উপজেলা নির্বাচনেও জনগণের সায় নেই : মির্জা ফখরুল

রাইসির জানাজায় লাখো মানুষের ঢল

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৮২ কোটি ৪০ লাখ টাকার সয়াবিন তেল কিনবে সরকার

বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে এক মিনিট নীরবতা, ক্ষুব্ধ ইসরায়েল

ওপেনিংয়ে লিটন নাকি সৌম্য, যুক্তরাষ্ট্রের একাদশে কারা

নাশকতার মামলায় জামায়াত নেতা আজহারের কারাদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ