শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাফনের ১২ দিন পর কবর থেকে তোলা হলো শিশু মাইশার লাশ

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : লাশ দাফনের ১২ দিন পর ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা গ্রামে কবর থেকে শিশু মাইশার (৫) লাশ তোলা হয়েছে। পরিবারের দাবি, আঙুল রেখে পেট অপারেশনে মাইশার মৃত্যু হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার (আইও) আবেদনের প্রেক্ষিতে সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা গ্রামে পারিবারিক কবরস্থান থেকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকার রূপনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নয়ন দাশ, কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিস্টেট রেদওয়ান ইসলাম, স্থানীয় কমিশনার জমসেদ আলী টুংকু ও মাইশার পরিবারসহ এলাকাবাসী।

মারুফা জাহান মাইশা কুড়িগ্রাম পৌর শহরের ৬নং ওয়ার্ডের ভেলাকোপা ব্যাপারী পাড়া গ্রামের মোজাফফর আলী ও বেলি আক্তার দম্পতির মেয়ে।

জানা যায়, ৯ মাস বয়সে মাইশার ডান হাতের আঙুল চুলার আগুনে পুড়ে যায়। ওই সময় রংপুরে চিকিৎসা করলেও হাতের তিনটি আঙুলের চামড়া কুকড়ে যায় শিশুটির। মেয়ের হাত ভালো হবে এমন আশা নিয়ে সম্প্রতি ঢাকার মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের ডা. মো. আহসান হাবীব নামে চিকিৎসকের শরণাপন্ন হন মাইশার বাবা মোজাফফর।

মাইশার হাত দেখে চিকিৎসক বলেন, অপারেশন করলে মাইশার হাত স্বাভাবিক হবে। সে অনুযায়ী গত ৩০ নভেম্বর সকালে ঢাকার রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে হাতের অপারেশন হয় মাইশার। কিন্তু ঘণ্টা দেড়েক পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটির অবস্থা ভালো না। তাকে আইসিইউ সাপোর্ট দেয়ার জন্য গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটি মারা গেছে।

ওই শিশুটির বাবা-মাকে হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের খরচ বাবদ নেয়া টাকা ফিরিয়ে দেয়। মরদেহ বাড়িতে ফিরিয়ে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করে দেয়। বাড়ি ফিরে শিশু মাইশাকে দাফনের জন্য গোসল করানোর সময় নারীরা দেখতে পান, মাইশার নাভির নিচে পুরো পেট জুড়ে সেলাই করা। এ খবর ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন। স্বজনরা পুলিশে খবর দেন। কিন্তু ঢাকায় অপারেশন হওয়ায় সংশ্লিষ্ট থানায় মামলার পরামর্শ দেয় পুলিশ। পরে নিরূপায় স্বজনরা শিশু মাইশাকে বাড়ির আঙিনার কাছে দাফন করেন।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩