রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদ থেকে পদত্যাগের জন্য বিএনপিকে পস্তাতে হবে : কাদের

news-image

মাদারীপুর প্রতিনিধি : পতন যখন শুরু হয়, মানুষ তখন ভুল সিদ্ধান্ত নেয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ থেকে পদত্যাগের জন্য বিএনপিকে পস্তাতে হবে।

রোববার (১১ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে ফেলা সম্ভব নয়। ১০ ডিসেম্বর আবারও প্রমাণ হয়ে গেছে। এখন সেমিফাইনাল চলছে আগামী বছর ডিসেম্বর-জানুয়ারিতে আসল খেলা হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির যেসব নেতারা খারাপ ভাষায় কথা বলছেন তাদের তালিকা করে সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। এখন সেমি ফাইনাল খেলা চলছে। ফাইনাল খেলা হবে আগামী জাতীয় নির্বাচনে, আগামী বছরের জানুয়ারি মাসে। দশ তারিখ তো চলে গেল কোথায় বিএনপির নেতারা। বেগম জিয়া তো ক্ষমতা দখল করতে পারল না, উনি যেখানে ছিল সেখানেই আছে। তারেক জিয়া তো মুচলেকা দিয়ে লন্ডনে গিয়েছে। দেখতে দেখতে ১৫ বছর চলে গেল। তারেক রহমান আসবে কোন বছরে? মানুষ বাঁচে কয় বছর। আন্দোলন হলে রাজপথ, জনপথ, শহর, পাড়া-মহল্লা, ইউনিয়ন ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবে।

তিনি বলেন, আমাদের রির্জাভ কমে গিয়েছিল এখন বাড়ছে। তিন মাসের আমদানি রির্জাভ থাকার কথা আমাদের হাতে এখন ৫ মাসের রির্জাভ আছে। মানুষ কষ্ট করে এমন কোন মেগা প্রকল্প শেখ হাসিনা গ্রহণ করবে না। বিশ্ব সংকট, তবুও ভয় পাইনি আমরা। দেশে খাবার মজুদ আছে। দেশ আবার ঘুরে দাঁড়াবে। আমাদের লক্ষ উন্নয়নশীল রাষ্ট্র। আমার সেই লক্ষে এগিয়ে যাচ্ছি। দেশের মানুষ কয়েকদিন লোডশেডিংয়ে ভোগান্তি পোহালেও এখন কোন লোডশেডিং নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্মেলনের ২য় অধিবেশনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুস সালামের নাম ঘোষণা করেন।

সম্মেলনে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম গোলাপ, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।