মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুরবস্থার কথা কাউকে বলতে পারছি না, সইতেও পারছি না

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে চাকরি করেন কামরুল হোসাইন জয়। থাকেন রাজধানীর শেওড়াপাড়ায়। মা-বাবা ও স্ত্রীকে নিয়ে তার সংসার। বেতন পান ৫০ হাজার টাকা। এর মধ্যে ২৫ হাজার টাকা বাসা ভাড়া, ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা যাতায়াত খরচ, পানি-বিদ্যুৎ ও অন্যান্য খাতে ৪ হাজার টাকাসহ মোট ৩০ হাজার ৫০০ টাকা খরচ। বাকি ১৯ হাজার টাকায় তিনি সংসার চালান।

জয় দেশ রূপান্তরকে বলেন, ‘এক বছর ধরে বেতন একই জায়গায় আছে। কিন্তু বাজারে সবকিছুর দাম দ্বিগুণ-তিনগুণ হয়েছে। তিন কামরার বাসার জন্য পানির বিলসহ আগে ভাড়া দিতাম মাত্র ২০ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ২৫ হাজার টাকা। নতুন করে যুক্ত হয়েছে পানির বিল। অফিসে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য আগে খরচ হতো ২ হাজার টাকা। কিন্তু এখন সবকিছুর দাম বাড়ায় আরও ১ হাজার টাকা যোগ হয়েছে খরচের খাতায়।’

অল্প টাকায় সংসার চালানো নিয়ে তিনি বলেন, আগে মাসের মাছ, মাংস একবারে কিনে ফ্রিজে রেখে দিতাম। এখন ফ্রিজআপ করা তো দূরের কথা, নিয়মিত মাছ কিনতেই কষ্ট হয়ে যায়। অনেক সময় অফিস থেকে ফেরার পথে কম দামে কোন সবজি-মাছ পাওয়া যায় তার জন্য অপেক্ষা করি।

ইচ্ছা থাকলেও এত অল্প টাকায় পরিবারের চাহিদা পূরণের উপায় নেই জানিয়ে জয় বলেন, ‘এই অবস্থার কথা কাউকে বলতে পারছি না, সইতেও পারছি না। আমি তো কষ্ট করে চলতে পারছি। কিন্তু যারা ২০ হাজার টাকার কম রোজগার করেন, তারা কীভাবে চলেন তা ভাবতেই কষ্ট পাই।’

 

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ

হামজাকে নিয়ে বাংলাদেশের ব্যাপক সাড়ায় ফুটবল দুনিয়ায় বিস্ময়

দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন

গাজায় ব্যাপক হামলা, নিহত তিন শতাধিক

বাঞ্ছারামপুরে তেল নিয়ে কারসাজি  সাত ব্যবসায়ীকে জরিমানা 

নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম ও রাজশাহীতে ফরেনসিক ডিএনএ ল্যাব শিগগিরই

এফডিসি এখন ভূতুড়ে বাড়ির মতো : নূতন

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ জনকে বহিষ্কার

দহগ্রাম সীমান্তে আবারও কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের

পুলিশের ২ কর্মকর্তা আব্দুল মান্নান ও মোল্যা নজরুল বরখাস্ত

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর চার্লস পিটার্স