বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দুরবস্থার কথা কাউকে বলতে পারছি না, সইতেও পারছি না

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে চাকরি করেন কামরুল হোসাইন জয়। থাকেন রাজধানীর শেওড়াপাড়ায়। মা-বাবা ও স্ত্রীকে নিয়ে তার সংসার। বেতন পান ৫০ হাজার টাকা। এর মধ্যে ২৫ হাজার টাকা বাসা ভাড়া, ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা যাতায়াত খরচ, পানি-বিদ্যুৎ ও অন্যান্য খাতে ৪ হাজার টাকাসহ মোট ৩০ হাজার ৫০০ টাকা খরচ। বাকি ১৯ হাজার টাকায় তিনি সংসার চালান।

জয় দেশ রূপান্তরকে বলেন, ‘এক বছর ধরে বেতন একই জায়গায় আছে। কিন্তু বাজারে সবকিছুর দাম দ্বিগুণ-তিনগুণ হয়েছে। তিন কামরার বাসার জন্য পানির বিলসহ আগে ভাড়া দিতাম মাত্র ২০ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ২৫ হাজার টাকা। নতুন করে যুক্ত হয়েছে পানির বিল। অফিসে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য আগে খরচ হতো ২ হাজার টাকা। কিন্তু এখন সবকিছুর দাম বাড়ায় আরও ১ হাজার টাকা যোগ হয়েছে খরচের খাতায়।’

অল্প টাকায় সংসার চালানো নিয়ে তিনি বলেন, আগে মাসের মাছ, মাংস একবারে কিনে ফ্রিজে রেখে দিতাম। এখন ফ্রিজআপ করা তো দূরের কথা, নিয়মিত মাছ কিনতেই কষ্ট হয়ে যায়। অনেক সময় অফিস থেকে ফেরার পথে কম দামে কোন সবজি-মাছ পাওয়া যায় তার জন্য অপেক্ষা করি।

ইচ্ছা থাকলেও এত অল্প টাকায় পরিবারের চাহিদা পূরণের উপায় নেই জানিয়ে জয় বলেন, ‘এই অবস্থার কথা কাউকে বলতে পারছি না, সইতেও পারছি না। আমি তো কষ্ট করে চলতে পারছি। কিন্তু যারা ২০ হাজার টাকার কম রোজগার করেন, তারা কীভাবে চলেন তা ভাবতেই কষ্ট পাই।’

 

এ জাতীয় আরও খবর

হুমকি দেওয়ার বিষয় শুনে হাসলেন তিশা

নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা, প্রয়োজন ও সময় নেই: সালাহউদ্দিন

মিরপুরে বাসে আগুন

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে: প্রধান উপদেষ্টা

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

‘কবরের আযাব কীভাবে সহ্য করব’, রাবিছাত্রীর লাশের পাশে চিরকুট

বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়-স্কুলে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন অর্থ উপদেষ্টা

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান, আটক ৭

নাহিদকে শাস্তি দিল আইসিসি

রায়েরবাজার কবরস্থান এলাকা থেকে ৬ পেট্রোলবোমা, ৪ ককটেল উদ্ধার

হাসিনার সাক্ষাৎকার ইস্যুতে ঢাকায় ভারতীয় দূতকে তলব