রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় ‘ধর্ষণে’ শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, শিক্ষক গ্রেপ্তার

news-image

বগুড়া প্রতিনিধি বগুড়ায় শিক্ষকের ধর্ষণে এক শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত শিক্ষক জিন্নাতুল ইসলাম প্রামানিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জিন্নাতুল ইসলাম প্রামানিক বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

সদর থানায় মঙ্গলবার রাতে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এসআই জেবুন নেছা।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেবুন নেছা জানান, প্রায় ৩/৪ বছর আগে শিক্ষক জিন্নাতুল ইসলামের কাছে প্রাইভেট পড়তেন ভুক্তভোগী শিক্ষার্থী। প্রাইভেট পড়া অবস্থায় শিক্ষক জিন্নাতুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার।

একপর্যায়ে ওই শিক্ষার্থীকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন শিক্ষক জিন্নাতুল।

এছাড়াও ভুক্তভোগী শিক্ষার্থীর নগ্ন ছবি, ভিডিও তুলে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। নগ্ন ছবি ও ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে বারবার শারীরিক সম্পর্ক করতে ওই শিক্ষার্থীকে বাধ্য করেন।

গত ১০ অক্টোবর নিজ বাড়িতে সর্বশেষ শিক্ষক জিন্নাতুল তাকে ধর্ষণ করেন। এতে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গত ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্তোরাঁয় ওই শিক্ষার্থীকে ডেকে সন্তান নষ্ট করতে বলেন এবং মারধর করেন জিন্নাতুল।

এদিকে ওই শিক্ষার্থী নিরুপায় হয়ে মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় অভিযোগ করেন।

তিনি আরও জানান, অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যায় শিক্ষক জিন্নাতুলকে আটক করে পুলিশ। রাতে ভুক্তভোগী ওই শিক্ষার্থী থানায় মামলা করলে আটক শিক্ষক জিন্নাতুলকে গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

মাইগ্রেনের ব্যথা হলে কী করবেন

কেমন দল বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সাঁতারের পোশাকে সৌদি আরবে নারীদের ফ্যাশন শো

‘ফিজ’ নামটা কীভাবে পেলেন, জানালেন মুস্তাফিজ

পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আছে, প্রশ্ন কাদেরের

‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’

বিএনপি নেতা ইশরাক কারাগারে