রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসানের তৃতীয় শিকার অক্ষর প্যাটেল

news-image

স্পোর্টস ডেস্ক : রোহিত-রাহুলকে হারিয়ে আগ্রাসী হয়ে উঠেছিল ভারত। সূর্যকুমারকে নিয়ে সমান গতিতে রান তুলছেন বিরাট কোহলি। ১১ রানে জীবন পেয়েছিলেন সূর্য। সেই সূর্যকে ৩০ রানে থামান কাপ্তান সাকিব আল হাসান। ১৮৭.৫০ স্ট্রাইক রেটে রান তুলতে সূর্য মেরেছেন ৪ বাউন্ডারি। ক্রিজে কোহলির নতুন সঙ্গী হার্দিক।

১৮.১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানে ব্যাট করছে ভারত। ৫০ রানে ব্যাট করছে কোহলি।

এর আগে তাসকিনের বলে রোহিতের ক্যাচ ছেড়েছিলেন হাসান মাহমুদ। পরের ওভারে ওই হাসান মাহমুদকেই আনলেন সাকিব আল হাসান। এবং হাসান ফেরালেন ওই রোহিত শর্মাকেই। ইয়াসির আলীর ক্যাচ হয়ে ভারত অধিনায়ক ফেরেন ৮ বল খেলে ২ রান করে।

শরীফুল ইসলামের ‘নো’ বলে রাহুলের ছক্কায় আসে জুটির পঞ্চাশ। ফ্রি হিটে আরেকটি ছক্কা মেরে পরের বলে মারেন বাউন্ডারি। শরীফুলের ওভার থেকে আসে ২৪ রান। এরপর সাকিবের বলে ডাবলস নিয়ে ফিফটি পূ্র্ণ করেন রাহুল। ৩ চার ও ৪ ছয়ে ফিফটি করার পর সাকিব আল হাসানের শিকার হন তিনি। ৩২ বলে ৫০ রান করে ফিরেছেন ভারত ওপেনার। কোহলি ও রাহুলের দ্বিতীয় উইকেট জুটিতে উঠেছে ৩৭ বলে ৬৭ রান।

টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ জানিয়ে সাকিব বললেন, ‘বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা জানি না এই উইকেটে ভালো স্কোর কী। বড় খেলা। আমরা আজ ভালোভাবে প্রস্তুত। ছেলেরা ভালোই করছে। আমাদের ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে। আমরা আমাদের ব্যাটিংয়ে কাজ চালিয়ে যেতে পারি। এক পরিবর্তন আছে দলে। সৌম্য সরকার খেলছে না। শরিফুল ইসলাম আসছে।’

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টিম টাইগার্সের একাদশে এক পরিবর্তন রয়েছে। বাদ পড়েছেন সৌম্য সরকার, একাদশে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম। ভারত দলেও এক পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচে অক্ষর প্যাটেলের জায়গায় খেলেছিলেন দীপক হুদা। আজ আবার ফিরেছেন অক্ষর।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি