শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরেকটু হলে জ্ঞান হারাতাম: পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপে শ্বাসরুদ্ধর এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের শেষ ওভারের নাটকীয়তা ছুয়েছে ক্রিকেট ভক্তদের। অনিশ্চিয়তার দোলাচালে দুলতে থাকা ম্যাচের শেষ ওভারে ‘নো বল’ মূলত নাটক জমিয়ে তুলেছিল। যে নাটকে আঁতকে উঠেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ব্রিসবেনে ম্যাচ শেষে নিজের আবেগ প্রকাশ করে সভাপতি জানালেন, ‘আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম।’

আজ রোববার বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়েকে শেষ বলে হারিয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ বলে ‘নো বল’ কাণ্ড ক্রিকেট ভক্তদের চোখ কপালে ওঠার মতো অবস্থা তৈরি করে। গ্যাবায় বাংলাদেশ ম্যাচটি মূলত দুইবার জিতেছে। জয়ের জন্য জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ১২ রানের বেশি নিতে দেননি। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৫। ব্লেসিং মুজারাবানি ব্যাটে লাগাতে পারেনি বল। তাড়াহুড়োয় স্ট্যাম্পিং করতে গিয়ে স্ট্যাম্পের আগেই বল ধরে ফেলেন কিপার সোহান। আম্পায়ার রিভিউ করতে করতে কুশল বিনিময় শেষ করে ফেলে। কিন্তু না, শেষ হয়েও যেন হলো না। যখন বাংলাদেশ উদযাপন করছিল তখনই জায়ান্ট স্ক্রিনে ভাসে নো বলের সিগন্যাল। এরপর আবার নামতে হয় দুদলকে। তখন সমীকরণ দাঁড়ায় ১ বলে ৪ রান। তবে এবার আর ভুল করেননি সোহান। তাতে বাংলাদেশ জয় পায় ৩ রানে। ধারাভাষ্য কক্ষ থেকেও তখন ভেসে আসছিল, বাংলাদেশ অফিশিয়ালি জিতেছে।

এমন রুদ্ধশ্বাস জয়ের পর বিসিবি প্রধান প্রতিক্রিয়া, ‘যেহেতু টুর্নামেন্ট চলছে, নির্দিষ্ট করে কিছু বলব না। খালি একটা কথাই বলব। এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই। এটা অতিরিক্ত। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।’ বিসিবি প্রধান মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল বাংলাদেশের। তিনি বলেন, ‘আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না। আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। যে কোনো দল এই ম্যাচ আরও বড় ব্যবধানে জিততে চাইত। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।’

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩